• পাঁচদিন ধরে হাসপাতালে জখম বালক, অধরা অভিযুক্তরা   
    বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, চাঁচল: প্রতিবেশীর হাঁসুয়ার কোপে জখম হয়ে পাঁচদিন ধরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন বালক। পুলিস সূত্রে জানা গিয়েছে বাস্তুভিটে নিয়ে বিবাদের জেরে এই ঘটনা। গত রবিবার হরিশ্চন্দ্রপুর থানার উত্তর বেলশুর গ্রামে ফরিদা বিবি ও আক্তারা বিবির পরিবার বিবাদে জড়ায়। অভিযোগ, আক্তারা দলবল নিয়ে ফরিদা ও তাঁর ছেলের উপর চড়াও হয়। সেসময় ফরিদার ছেলের পায়ে হাঁসুয়ার কোপ মারে আক্তারা। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করার পর আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। সেখানে ১৯ টি সেলাই করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন। আঘাতের জেরে চলাচলও করতে পারছে না আহত বালক। এই ঘটনায় আক্তারা বিবি, সোহেদ আনোয়ার, মাইমুল হক ও মোবারক সহ সাতজনের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছে আহতের পরিবার। অভিযোগের পাঁচদিন কেটে গেলেও এখনও অধরা অভিযুক্তরা। তারা পলাতক। আহতের বালকের মা ফরিদা বিবি বলেন, ছেলেকে ওরা মেরেই ফেলত। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (বর্তমান)