নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুস্থভাবে ধরা পড়েছিল বাঘিনি জিনাত। প্রাণীটির শরীরে কোনও আঘাত লাগেনি। উদ্ধারপর্বে সাধারণ মানুষেরও কোনও ক্ষতি হয়নি। রাজ্য বনদপ্তরের আধিকারিক থেকে কর্মীদের ক্ষমতাকে কুর্নিশ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রে এবার প্রশংসাসূচক অভিনন্দন বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী। শুক্রবার অরণ্য ভবনে দপ্তরের তিন কর্তার হাতে মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া প্রশংসাসূচক চিঠিটি তুলে দেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। চিঠিতে মমতা উল্লেখ করেছেন, বনদপ্তরের টিম ওয়ার্কের ফলে সুস্থভাবে জিনাতকে উদ্ধার করা গিয়েছে। এই অসামান্য কাজের জন্য সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, ৯০ জনকে মুখ্যমন্ত্রী অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। জেলায় একটি অনুষ্ঠান করে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বনদপ্তরের আধিকারিক ও কর্মীদের হাতে মুখ্যমন্ত্রীর অভিনন্দন বার্তা তুলে দেওয়া হবে।
সিমলিপালের জঙ্গল থেকে বাঁকুড়ার রানিবাঁধের জঙ্গল—দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে বাঘিনি জিনাতকে বাগে আনতে দিনরাত ছুটতে হয়েছিল বনদপ্তরের কর্মীদের। গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা ও সুরক্ষার ব্যবস্থা করা হয়েছিল। গ্রামের বিভিন্ন জায়গায় জাল দেওয়ার ব্যবস্থা থেকে সাধারণ মানুষকে নিরাপদে রাখতে দিনরাত সজাগ থাকতে হয়েছিল বনদপ্তরের কর্মী ও পুলিস প্রশাসনকে। - নিজস্ব চিত্র