• অমরাবতীর মাঠে খুলি উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিস
    বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: অমরাবতীর মাঠ থেকে মানুষের মাথার খুলি উদ্ধারের ঘটনায় জোর জল্পনা ছড়িয়েছিল। ওই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করল খড়দহ থানার পুলিস। ইতিমধ্যেই ওই খুলিটি ময়নাতদন্তের জন্য কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাথার খুলিটি কোনও পুরুষ মানুষের, নাকি মহিলার, আনুমানিক বয়স সহ নানান তথ্য জানার চেষ্টা শুরু হয়েছে। তবে ওই মাঠ থেকে আর কোনও হাড়গোড় এখনও উদ্ধার হয়নি। এলাকাবাসীদের অবশ্য দাবি, আর কিছু পড়ে রয়েছে কি না, পুলিসের তরফে তা খুঁজে দেখার কোনও উদ্যোগও নেওয়া হয়নি।


    সোদপুর-মধ্যমগ্রাম রোডের উপর অমরাবতীর মাঠ পানিহাটির ফুসফুস। চারদিকে ঘন জনবসতি ও দোকানপাট রয়েছে। এই মাঠে মেলা, রাজনৈতিক সভা, খেলা সহ নানা অনুষ্ঠান হয়। এই মাঠটি এক স্বেচ্ছাসেবী সংস্থার মালিকানাধীন। সম্প্রতি, বহুতল তৈরির জন্য এই মাঠ হস্তান্তর করা নিয়ে শহর জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ওই মাঠে তাঁবু খাঁটিয়ে শ্রমিকরা তা পরিষ্কারের কাজ শুরু করেছেন। সেই কাজ করার সময় জঙ্গল লাগোয়া এলাকায় ওই খুলিটি দেখতে পান শ্রমিকরা। 


    জনবহুল এলাকার ওই মাঠে মানুষের মাথার খুলি কীভাবে এল, তা নিয়ে শহর জুড়ে জল্পনা সপ্তমে উঠেছে। মাঠের আশপাশে কোনও শ্মশান বা কবরস্থান নেই। তাহলে খুলি এল কীভাবে? এলাকাবাসীর অভিযোগ, এই রহস্য উদ্ধারে পুলিসের কোনও সক্রিয়তা নেই। পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
  • Link to this news (বর্তমান)