আইনজীবীদের মার, শুনানি শেষে রায়দান, স্থগিত হাইকোর্টের
বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া আদালতে আইনজীবীদের মারধরের অভিযোগ পুলিসের বিরুদ্ধে। শুক্রবার সেই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। পাঁচ বছর আগে পার্কিংকে কেন্দ্র করে হাওড়া কোর্টে ঢুকে আইনজীবীদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত আইপিএস অফিসাররা লিখিতভাবে ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নিন– এমন প্রস্তাব এসেছিল। কিন্তু তা খারিজ করে দেন হাওড়ার আইনজীবীরা। ফলে আদালত এবার বিষয়টি নিয়ে রায় ঘোষণা করবে। ঘটনায় অভিযুক্ত চারজন আইপিএস ছাড়াও বাকি অভিযুক্ত পুলিস আধিকারিকদের বিরুদ্ধে ‘ক্রিমিনাল কনটেম্পট রুল’ ইস্যু করা হবে কি না, সে বিষয় নিয়েই রায় দেবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।