• ১ কেজি সোনা সহ ধৃত পাচারকারী
    বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ফের সোনাপাচার রুখল বিএসএফ। বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের আগে এক বাংলাদেশি যাত্রীর কাছ থেকে তিনটি নলাকার সোনার টুকরো উদ্ধার হল। পেট্রাপোল বন্দরে যাত্রী টার্মিনালে তল্লাশি চালিয়ে ওই যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার করা হয়। ওই সোনার আনুমানিক বাজারমূল্য ৯৯ লক্ষ টাকা। সোনা সহ ধৃত পাচারকারীকে শুল্কদপ্তরে হস্তান্তর করা হয়েছে।


    বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পেট্রাপোল বন্দরের যাত্রী টার্মিনালে বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীদের তল্লাশি করছিলেন ১৪৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এক যাত্রীকে দেখে সন্দেহ হয় তাঁদের। তাঁর শরীরে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালাতেই ধাতব কিছু রয়েছে বলে বুঝতে পারেন জওয়ানরা। ওই যাত্রীকে আটক করা হয়। পরে জেরায় বিএসএফের কাছে ওই যাত্রী তাঁর মলদ্বারের ভিতর তিনটি নলাকার সোনার টুকরো থাকার কথা স্বীকার করেন। সেগুলির ওজন ১ কেজি ১৩৫ গ্রাম। বাংলাদেশ থেকে আসা ওই যাত্রী আসলে চেন্নাইয়ের বাসিন্দা। জেরায় তিনি বিএসএফকে জানিয়েছেন, ক’দিন আগে বাংলাদেশে গিয়েছিলেন। ফেরার পথে বাংলাদেশের এক পাচারকারীর কাছ থেকে সোনা পাচারের বরাত পেয়েছিলেন ১০ হাজার টাকা বিনিময়ে। এনিয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক এন কে পান্ডে বলেন, সীমান্তে বিএসএফের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক এবং সতর্কতার জন্যই এই সোনাপাচার আটকানো গিয়েছে।
  • Link to this news (বর্তমান)