নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দমদম পার্কে টোটোর ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল লেকটাউন থানা। পুলিস জানিয়েছে, ধৃতের নাম ইরশাদ আফ্রিদি। তাঁর বাড়ি ট্যাংরা থানা এলাকায়। দমদম পার্কের ৩ নম্বর ট্যাঙ্কের কাছে একটি টোটো থেকে তিনটি ব্যাটারি চুরি গিয়েছিল। এ ব্যাপারে পুলিসের কাছে অভিযোগ দায়ের হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিস।