বিক্ষোভের জের, ফিরে গেলেন রবীন্দ্রভারতীর রেজিস্ট্রার
বর্তমান | ২২ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শাসকপন্থী ছাত্র, শিক্ষক এবং কর্মী-আধিকারিকদের বিক্ষোভের মুখে পড়ে শুক্রবার ক্যাম্পাসে ঢুকতেই পারলেন না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আশিস সামন্ত। বিটি রোড ক্যাম্পাস এই বিক্ষোভ ঘিরে তুমুল উত্তপ্ত ছিল। বাধা পেয়ে বাধ্য হয়ে গাড়ি ঘুরিয়ে জোড়াসাঁকো ক্যাম্পাসে চলে যান আশিসবাবু। সূত্রের খবর, রাজ্যপাল নিযুক্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলপন্থী ছাত্র-শিক্ষকদের যে আন্দোলন চলছে, রেজিস্ট্রারকে বাধাদান তারই একটি অঙ্গ। উপাচার্যের পাশাপাশি তাঁরও পদত্যাগের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের তরফে প্রথমে জানা গিয়েছিল, এদিন পদত্যাগ করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। তবে, আশিসবাবু বলেন, ডিসেম্বরেই পদত্যাগপত্র পাঠিয়েছিলাম উপাচার্যের কাছে। তা গৃহীত হয়নি। এদিন কোনও পদত্যাগপত্র পাঠাইনি। প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লিয়েনে রবীন্দ্রভারতীতে গিয়েছিলেন আশিসবাবু। তাঁর মূল পোস্টিং ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ার পোস্টে। আগের রেজিস্ট্রার বরখাস্ত হওয়ার পরে বাড়তি দায়িত্ব হিসেবে সেই দায়িত্ব সামলাচ্ছেন আশিসবাবু।