• পাখির চোখ বিধানসভা নির্বাচন, শহরের উন্নয়নে একাধিক প্ল্যান
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: ২০২৬–এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শিলিগুড়ি শহরের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে তৃণমূল পরিচালিত পুরবোর্ড। বর্ধমান রোডের কাজ দ্রুত শেষ করা, নিবেদিতা রোড চওড়া, জলের সমস্যা মেটাতে ডিপ টিউবওয়েল তৈরি, একাধিক জায়গায় জলের রিজার্ভার তৈরির সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। ইতিমধ্যে নিবেদিতা রোডের কাজের জন্য ওই এলাকায় সমস্ত অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়া হয়েছে। পুরসভা এবং পূর্ত দপ্তরের বাস্তুকারেরা মিলে একটি ডিপিআর(ডিটেলড প্রজেক্ট রিপোর্ট) তৈরি করে তা মন্ত্রীর কাছে পাঠিয়েছেন। শিলিগুড়ির মেয়র গৌতম দেব নিজেও পূর্তমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি পর্যালোচনা করছে। শীঘ্রই সবুজ সঙ্কেত মিলে যাবে।

    ইতিমধ্যেই বর্ধমান রোডের দু’ধার চওড়া করার কাজ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন গৌতম। কিন্তু সূত্রের খবর, জুলাই মাসের আগে ওই কাজ শেষ হবে না। মেয়রের বক্তব্য, ‘পূর্ত দপ্তরের সঙ্গে কথা হয়েছে। দ্রুত বর্তমান রোডের কাজ শেষ হবে। নিবেদিতা রোড সম্প্রসারণের কাজও শুরু করবে তারা।’

    শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মেটানোর জন্য দ্বিতীয় জল প্রকল্পের কাজ শুরু করেছে পুরসভা। দ্বিতীয় পর্যায়ে কাজের টেন্ডার হয়ে গেলেও এই প্রকল্প শেষ হতে হতে আরও অন্তত দু’বছর সময় লাগবে। সেই সময়ে শহরের মানুষের পানীয় জলের সমস্যা সমাধানে আরও সাত থেকে আটটি ডিপ টিউবওয়েল তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ইতিমধ্যে পাঁচটি ডিপ টিউবওয়েল তৈরির জন্য জায়গাও মিলেছে। বেশ কয়েকটি ওভার হেড পানীয় জলের রিজার্ভারও তৈরি হবে। শহরে এই মুহূর্তে যে সমস্ত ডিপ টিউবওয়েল রয়েছে সেগুলি থেকে জল তুলে যে সব অঞ্চলে সমস্যা সেখানে ট্যাঙ্কার দিয়ে পাঠানো হচ্ছে। ৩৩ নম্বর ওয়ার্ডে ডিপ টিউবওয়েলের জল ওই এলাকার মানুষকে দেওয়ার পরে বাড়তি জল দেওয়া হচ্ছে ২৭ নম্বর ওয়ার্ডে। মূলত পুরনিগমের যে এলাকায় পাইপলাইনের মাধ্যমে পানীয় জল যাচ্ছে না সে সমস্ত এলাকায় ডিপ টিউবওয়েলগুলি তৈরি করা হচ্ছে।

    যদিও পুরসভার এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েননি শিলিগুড়ি পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈন। তাঁর বক্তব্য, ‘এগুলো সব নির্বাচনী প্রতিশ্রুতি। সামনে বিধানসভা নির্বাচন আসছে তার আগে মেয়র সাহেব কাজ দেখাতে চাইছেন। শুনলাম পুরসভা দখলের তিন বছর পূর্তির উৎসবও করবেন।’

  • Link to this news (এই সময়)