• জলের নমুনা পরীক্ষা করে কলকাতা পুরসভার আয় ২১ লক্ষ টাকা
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • এই সময়: গত এক বছরে শুধু জলের নমুনা পরীক্ষা করে কলকাতা পুরসভা আয় করেছে ২১ লক্ষ টাকা। জলে কোনও দূষিত জীবাণু আছে কি না, তা নির্ণয়ে কলকাতা পুরসভার নিজস্ব সেন্ট্রাল ল্যাবরেটরি রয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই সেন্ট্রাল ল্যাবরেটরিতে জলের নমুনা পরীক্ষা করে ২০২৪–২৫ আর্থিক বছরে রাজস্ব আদায় হয়েছে ২১ লক্ষ ৫৪ হাজার ৩০০ টাকা।

    শুধু পুরসভা নয় ব্যক্তিগত ভাবেও কেউ জলের নমুনা পরীক্ষার আবেদন করতে পারেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার সেন্ট্রাল ল্যাবরেটরিতে ৩১৮৫টি জলের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১০১৯টি নমুনা ব্যক্তিগত ভাবে সংগ্রহ করা। পুর আধিকারিকদের কথায়, এক সময়ে জলের নমুনার পরীক্ষা নিয়ে সাধারণ সংস্থা, দোকান বা ব্যক্তিগত ভাবে তেমন উৎসাহ ছিল না।

    তবে গত এক বছরে অনেকেই জলের নমুনা এনে সেন্ট্রাল ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়েছেন। পুরকর্তাদের আশা, যদি সাধারণ মানুষের এই প্রবণতা বাড়ে, তা হলে কলকাতায় জীবাণুযুক্ত জলপানের হারও কমবে।

  • Link to this news (এই সময়)