দুই গোষ্ঠীর সংঘর্ষে তৃণমূল কংগ্রেসের কর্মীর মৃত্যু। মৃতের নাম শেখ নিয়ামুল। সংঘর্ষের জেরে উত্তপ্ত কাঁকরতলা থানা এলাকা। শনিবার সকাল থেকেও এলাকায় উত্তেজনা রয়েছে। ওই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।
জানা গিয়েছে, শুক্রবার কাঁকরতলা থানার বড়রা গ্রামে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে। কাঁকরতলা থানার বড়রা গ্রামের বাসিন্দা শেখ নিয়ামুলকে গরিবপাড়া সংলগ্ন এলাকায় রড,লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় তাঁকে নাকড়াকোন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও মধ্যরাতে তিনি সেখানে মারা যান।
বিগত কয়েক দিন ধরেই কাঁকরতলা থানা এলাকা উত্তপ্ত। কাঁকরতলার জামালপুর গ্রামে কয়েক দিন আগেই বোমাবাজি হয়েছিল। বোমাবাজির ঘটনায় দু’জন আহতও হন। ওই ঘটনার পর কাঁকরতলা থানার ওসি-কে সরিয়ে দেওয়া হয়েছিল।