• দাউদের গ্যাংয়ের নিশানায় মালদার তৃণমূল নেতা? কৃষ্ণেন্দুনারায়ণকে দেওয়া ‘থ্রেট কল’ কাণ্ডে পুলিশের নজরে ‘তিনমূর্তি’
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • ডি কোম্পানির নাম করে শুক্রবার খুনের হুমকি দেওয়া হয়েছিল রাজ্য তৃণমূলের সহ-সভাপতি তথা মালদার ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে। কয়েক মাস আগে এই মালদাতেই খুন হয়েছিলেন তৃণমূল নেতা বাবলা সরকার। ফলে কৃষ্ণেন্দুনারায়ণকে হুমকি দেওয়ার ঘটনার কিনারা করার জন্য পুলিশি তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যেই কালিয়াচক থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাঁদের জিজ্ঞাসাবাদ করে বিশেষ কোনও তথ্য পায়নি পুলিশ, জানা গিয়েছে এমনটাই। পুলিশের অনুমান ফোন নম্বর ক্লোন করে বা ইন্টারনেট সিস্টেম ব্যবহার করে ফোনে হুমকি দেওয়া হয়েছিল। কোথা থেকে এই ফোন এসেছিল? এই প্রশ্নের জবাব খোঁজার জন্য সাইবার বিশেষজ্ঞদের পরামর্শও নিচ্ছে পুলিশ। 

    গত শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ একটি হুমকি ফোন পান কৃষ্ণেন্দুনারায়ণ। সেখানে তাঁকে ফোনে বলা হল, ‘ডি কোম্পানি থেকে প্রদীপ বলছি।  ২০ পেটি (কোটি) দাও। না বলে তোমাকে এবং তোমার পরিবারকে খুন করে দেব।’

    এই হুমকি আসে হিন্দিতে। তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে কে হুমকি দিল? ডি কোম্পানির নাম কেন ব্যবহার করা হলো? নেপথ্য কারণ কি শুধুই টাকার দাবি, না কি অন্যকিছু? এই সমস্ত প্রশ্ন ভাবাচ্ছে পুলিশকে।



    এর আগে তৃণমূল কাউন্সিলার বাবলা সরকারকে নিজের দোকানের সামনেই গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সেই জেলাতেই কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে ডি কোম্পানির নাম করে হুমকি ফোন ভাবাচ্ছে তদন্তকারীদের। 

    এ দিকে এই ঘটনায় শনিবার মালদা জেলা তৃণমূলের সভাপতি এবং মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বাবলা সরকার খুন থেকে শুরু করে একের পর এক ঘটে চলা ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। পুলিশ তদন্ত করছে। আশা করি অভিযুক্তরা ধরা পড়বে।’ এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ‘পুলিশ ব্যবস্থা করতে না পারলে তৃণমূল কংগ্রেস কর্মীরা ষড়যন্ত্রকারীদের গুঁড়িয়ে দেবে।’ 

  • Link to this news (এই সময়)