বারুইপুরে ভূতুড়ে কাণ্ড! চম্পাহাটি পঞ্চায়েতে মালদহ-মুর্শিদাবাদ-শিলিগুড়ির বাসিন্দাদের নাম
আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্র ও দিল্লির ভোটে অস্বাভাবিক হারে ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে তথ্য-সহ অভিযোগ এনেছে বিরোধীরা। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিও অভিযোগ করেছেন যে, প্রকৃত ভোটারদের বাদ দিয়ে বহিরাগতদের নাম বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে। এই আবহেই বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা স্কুটিনি করতে গিয়ে বেরিয়ে এল ভূতুড়ে কাণ্ড! যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ির লোকজনের নাম উঠে এসেছে চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা ভোটার তালিকায়। অবাক কাণ্ড যে, একই ফোন নম্বর যুক্ত রয়েছে চার-পাঁচজনের নামে, যা খোঁজ করতে গিয়ে চমকে গিয়েছেন পঞ্চায়েত প্রধান-সহ পঞ্চায়েত সদস্যরা।
গত লোকসভা ভোটে পঞ্চায়েত এলাকার ভোটার সংখ্যা ছিল সাড়ে ১৮ হাজার থেকে ১৯ হাজার। চলতি বছরের জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশিত হয়। তাতে দেখা গিয়েছে, ভোটার বেড়ে হয়ে গিয়েছে ২২ হাজার ৪০০। এরপর স্কুটিনি করতে গিয়ে ভূতুড়ে ব্যাপার হয়েছে। পঞ্চায়েতের ২২টি সংসদের মধ্যে কোনও বুথে বেড়ে গিয়েছে ২০০ ভোটার, আবার কোনও বুথে বেড়েছে ৩০০ ভোটার। ভোটার তালিকা ধরে স্কুটিনি করতে গিয়ে দেখা গিয়েছে, পঞ্চায়েতের ৪১ নম্বর বুথে গত লোকসভা ভোটে ভোটার সংখ্য্যা ছিল ১০৫৩ জন। এবার তা অস্বাভাবিক বেড়ে গিয়ে ১৩৫৭ জন হয়েছে। যাঁদের এলাকায় কোনও অস্তিত্বই নেই। এদের কারোর বয়স ৬৬ বছর, আবার কারোর ৬০ বছর।
চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত বরণ মণ্ডল বলেন, "অস্বাভাবিকভাবে ভোটার তালিকার নাম বেড়েছে। বিষয়টি নজরে আসতেই প্রত্যেক সদস্যকে বলা হয়েছে তাঁদের নিজস্ব ভোটার লিস্ট খতিয়ে দেখে গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলে ভুয়ো ভোটারদের নাম বের করার জন্য।" এর নেপথ্যে বিরোধীরা চক্রান্তের অভিযোগ এনেছেন। যা নিয়ে সাসক দলের নেতা আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন।