নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার দক্ষিণবঙ্গের কোথাও ঝড়বৃষ্টি হয়নি। কিন্তু আজ শনিবার ও আগামী কাল রবিবার সেই সম্ভাবনা আছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। এইসময়ের মধ্যে একদিন বা উভয় দিনেই কলকাতায় এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। যেসব জায়গায় বজ্রমেঘ সৃষ্টি হবে সেখানে হাল্কা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। রয়েছে বজ্রপাত এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করার ফলে কয়েকদিন যাবৎ বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। বায়ুস্রোতের কিছু পরিবর্তন হওয়ার জন্য শুক্রবার দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়নি। কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় এদিন দফায় দফায় বজ্রমেঘ সৃষ্টি হয়েছে। সেখানে হয়েছে ঝড়বৃষ্টিও। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির সম্ভাবনা আছে। অসময়ের বৃষ্টিতে দক্ষিণবঙ্গে মাঠের আলু, পেঁয়াজ এবং বিভিন্ন সব্জির চাষ ইতিমধ্যেই ক্ষতি হয়েছে।