• আজই বেসরকারি হাসপাতাল থেকে ছুটি প্রণয় দে ও তাঁর ছেলের, তার পর কোথায় যাবেন তাঁরা?
    হিন্দুস্তান টাইমস | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ট্যাংরাকাণ্ডে গাড়ি দুর্ঘটনায় আহত দে পরিবারের বড় ছেলে প্রণয় দে ও তাঁর নাবালক ছেলে। গত বুধবার থেকে কলকাতা লাগোয়া আনন্দপুরের রুবি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁরা। ইতিমধ্যে প্রণয় ও তাঁর ভাই প্রসূনের বিরুদ্ধে উঠেছে স্ত্রী ও কন্যাকে খুনের অভিযোগ। তাই প্রণয়কে ছুটি দেওয়ার বিষয়টি আগাম চিঠি দিয়ে পুলিশকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর অভিযুক্ত প্রণয় ও তাঁর ছেলেকে সরকারি হাসপাতালে ভর্তি করার চেষ্টা চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, সম্ভবত আজই গ্রেফতার হতে পারেন প্রণয় দে।

    রুবি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রণয় দে ও তাঁর ছেলের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁদের আর হাসপাতালে ভর্তি রাখার কোনও দরকার নেই। ফলে আজই তাদের ছুটি দিতে চলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেকথা পুলিশকে চিঠি দিয়ে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রণয় ও তাঁর ছেলেকে বেসরকারি হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর তাঁদের সরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা চলছে। সেজন্য NRS হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন লালবাজারের আধিকারিকরা। NRS হাসপাতালের তরফে বেডের ব্যবস্থা হলেই তাঁদের বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যাংরার দে পরিবারের ৩ নারী সদস্যকে খুন করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট। আর সে কাজ যে প্রণয় ও প্রসূন ২ ভাই মিলে করেছেন তাও একপ্রকার স্বীকার করে নিয়েছেন তাঁরা। ফলে বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পেলেই গ্রেফতার করা হতে পারে প্রণয় দেকে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)