দেবব্রত ঘোষ: লিলুয়ায় শুট আউট। এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালালো দুস্কৃতিরা। ব্যবসায়ী নাম রাজেশ সিং। তাকেই গুলি করা হয়। সূত্র মারফত জানা গিয়েছে, নিজের ফ্ল্যাটের সামনে একটি অনুষ্ঠানে আসেন তিনি। তখনই বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে তাকে একটি লক্ষ করে গুলি চালায়। রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ওই ব্যবসায়ীর ভাই নিতেশ সিং জানান, দুজন দুস্কৃতি বাইকে চেপে এসে গুলি করে পালিয়ে যায়। মুখ ঢাকা ছিল।
গুরুতর জখম অবস্থায় তাকে টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিসের উচ্চপদস্থ আধিকারিকরা। আক্রান্ত ব্যবসায়ীর ভাই জানান, ফোন পেয়ে তিনি ছুটে আসেন। কেন এরকম ঘটনা ঘটল বোঝা যাচ্ছে না। ডিসি নর্থ বিশপ সরকার বলেন, তদন্তের স্বার্থে এখনই বিশদে কিছু বলা যাবে না। তবে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে।
লিলুয়ার গোশালা এলাকার প্রোমোটার রাজেশ সিংয়ের বহুতলের সামনে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী। নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন প্রোমোটার। কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিস সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যক্তি জেল খাটা আসামি। তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।