• লিলুয়ায় শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম প্রোমোটার
    প্রতিদিন | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: ফের হাওড়ায় শুটআউট। এবার গুলি চলল লিলুয়ায়। ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালায় দুষ্কৃতী। গুরুতর জখম অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ওই ব্যবসায়ী। কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। লিলুয়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

    শুক্রবার রাত। ঘড়ির কাঁটায় তখন ১০টা। লিলুয়ার গোশালা এলাকার প্রোমোটার রাজেশ সিংয়ের বহুতলের সামনে আসে বেশ কয়েকজন দুষ্কৃতী। নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন প্রোমোটার।কিছু বুঝে ওঠার আগেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ রাজেশকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাত পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে তাঁকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ ব্যক্তি জেল খাটা আসামি। তার বিরুদ্ধে একাধিক অসামাজিক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। কে বা কারা ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীদের মাথায় হেলমেট ছিল। তাই তাদের চেনা সম্ভব হয়নি। ওই বহুতল এবং তার আশেপাশের বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। তা খতিয়ে দেখা হচ্ছে। পুরনো শত্রুতা জেরে গুলি নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)