ঘন কুয়াশার দাপট, সপ্তাহান্তে ঝড়বৃষ্টিতে লণ্ডভণ্ড হবে বাংলা?
প্রতিদিন | ২২ ফেব্রুয়ারি ২০২৫
নিরুফা খাতুন: সকাল থেকে ঘন কুয়াশার দাপট। দৃশ্যমানতা কমে যায় অনেকটাই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হয়। তবে এখনই দুর্যোগ থেকে রেহাই নেই বঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তেও চলবে ঝড়বৃষ্টি। সোমবারও নাকি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
হাওয়া অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হরিয়ানা এবং নাগাল্যান্ডে জোড়া ঘূর্ণাবর্ত। পূবালি অক্ষরেখা রয়েল সীমা থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিক হয়ে যাবে। আবার ২৪ ফেব্রুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। ওয়েস্টার্লি জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। এদিকে, বাংলায়
আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শিলাবৃষ্টির সম্ভাবনাও এড়ানো যাচ্ছে না।
হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়ার গতিবেগ ৩০-৪০ কিলোমিটার। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবারও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা।
শুধু দক্ষিণবঙ্গই নয়। উত্তরবঙ্গেও একইরকমভাবে বজায় থাকবে কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহ কুয়াশার সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। শনি এবং রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এদিকে, বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছে বেশ খানিকটা।