দ্বিতীয় হুগলি সেতু থেকে সোজা গঙ্গায় ঝাঁপ যুবকের। শনিবার সকালের ঘটনা। রিভার ট্র্যাফিক পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় তাঁকে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকে এসেছিলেন ওই যুবক। ব্রিজের উপর সেই বাইক দাঁড় করিয়ে হঠাৎই রেলিংয়ে উঠে পড়েন। মুহূর্তে ঝাঁপ দিয়ে দেন নদীতে। এর পরই হইহই শুরু হয়।
কর্তব্যরত পুলিশের নজরে আসতেই খবর দেওয়া হয় রিভার ট্র্যাফিক পুলিশে। তড়িঘড়ি টিম নিয়ে উদ্ধারকাজে নেমে পড়েন তাঁরা। উদ্ধারও করা হয় ওই যুবককে। সঙ্গে সঙ্গে এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয় তাঁকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম জাভেদ আহমেদ। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। উদ্ধার হওয়া বাইকের নম্বরপ্লেট ধরে ওই ব্যক্তির বিস্তারিত জানার চেষ্টা চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। ওই যুবক সাঁতার জানেন কি না, তাও এখনও স্পষ্ট নয়।