• রাতে এই ৩ দিন বন্ধ রেল গেট, ঘড়ি দেখে ব্যবহার করুন এই রাস্তা
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • রেল লাইনে মেরামতির জন্য ধাক্কা রাজ্য সড়কের যান চলাচলে। লাইনে মেরামতির জন্য রেল গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই কারণেই বন্ধ থাকবে যান চলাচল। পূর্ব মেদিনীপুরের হলদিয়া-মেচেদা লাইনে ২টি রেলগেটে এই বিজ্ঞপ্তি দিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে।

    যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে,স তাতে লেখা রয়েছে, হলদিয়া-মেচেদা রেল লাইনে মেরামতির কাজ হবে। সেই কারণেই হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের তালপুকুরে রেলের গেট বন্ধ থাকবে তিন দিন। ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাতে বন্ধ থাকবে ওই রেল গেট। রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ওই রেল গেট। এর পাশাপাশি, চৈতন্যপুর-কুকুড়াহাটি রাজ্য সড়কের চৈতন্যপুরেও রেল গেট বন্ধ থাকবে। এখানেও ওই তিন দিন রাত ১০ টা থেকে পরের দিন সকাল ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে। এর ফলে রাজ্য সড়কে যান চলাচলও বন্ধ থাকবে।

    পূর্ব মেদিনীপুরের অন্যতম ব্যস্ত রাজ্য সড়ক হলদিয়া-মেচেদা সড়ক। সেই রাজ্য সড়কে তমলুক ও চৈতন্যপুর রেলের গেটে বন্ধ থাকার কারণে রাতের ওই সময়ে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হবে বলে মনে করা হচ্ছে। এই রাস্তা দিয়ে বহু মানুষ হলদিয়া যান বা হলদিয়া থেকে অন্যত্র যাতায়াত করেন। রাতেও অনেকে যাতায়াত করেন, রেল গেট বন্ধ থাকায় সমস্যায় পড়তে পারেন তাঁরা। তাঁদের বেশ কিছুটা ঘুরপথে যাতায়াত করতে হবে। হলদিয়া মেচেদা রাজ্য সড়কে তমলুকের তালপুকুরে রেলের গেট বন্ধ থাকার কারনে নারায়ণপুর, ব্যবত্তাহাট, নন্দকুমার, দনিপুর প্রভৃতি এলাকার মানুষ যেমন সমস্যায় পড়বেন, তেমনি শিল্প শহর হলদিয়ায় যাতায়াতকারী মানুষজনও সমস্যায় পড়বেন। বর্তমানে ট্রেন সঠিক সময়ে স্টেশনে ঢুকছে না। ফলে বিভিন্ন ট্রেন ধরে যাঁরা মেচেদায় নেমে গাড়ি ধরে বাড়ি ফেরেন, রাতে তাঁদের সমস্যায় পড়তে হবে। হলদিয়া জাতীয় সড়কেও বেশ কিছু পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। এই পদক্ষেপে ওই কয়েকদিন সমস্যায় পড়বে সেগুলিও।

  • Link to this news (এই সময়)