• আবাসনের সামনেই গুলি প্রোমোটারকে, ফের হাওড়ায় বুলেটের শব্দ
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • হাওড়ার লিলুয়ার গুলিবিদ্ধ প্রোমোটারের অতীতের রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে প্রোমোটার রাজেশ সিংয়ের। খুনের মামলায় তাঁর নামও জড়িয়েছিল বলে পুলিশের দাবি। প্রশ্ন উঠছে, তা হলে কি পুরোনো শত্রুতার জেরে তিনি গুলিবিদ্ধ হন? অন্য দিকে তিন দিনের মধ্যে দু’টি শুট আউটের ঘটনায় প্রশ্নের মুখে হাওড়াবাসীর নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্ন উঠছে, কী ভাবে এত সহজে অস্ত্র পৌঁছে যাচ্ছে দুষ্কৃতীদের হাতে। কারা এর পিছনে কাজ করছে? কেন পুলিশ তাদের ধরতে পারছে না?

    হুগলির চণ্ডীতলার আইসি গুলিবিদ্ধ হওয়ার তিন দিনের মাথায় গুলিবিদ্ধ হন প্রোমোটার রাজেশ সিং। শুক্রবার রাতে হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত গোশালা রোডে আবাসনের সামনেই গুলিবিদ্ধ হন তিনি।

    জানা গিয়েছে, আবাসনের সামনে দাঁড়িয়ে থাকার সময় একটি বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ডান হাত দিয়ে সেই গুলি আটকাতে গেলে তা হাতে লেগে পেট ছুঁয়ে ডান দিকে পাঁজরে লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে টিএল জয়সওয়াল হাসপাতাল ও পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজেশকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।

    এ দিকে ঘটনার তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশের হাতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। ডিসিপি নর্থ শ্রী বিশপ সরকার জানান, ঘটনার তদন্ত হচ্ছে। পুলিশ সূত্রে খবর, রাজেশের পুরোনো রেকর্ড খতিয়ে দেখে বেশ কিছু তথ্য স্ক্যানারে ধরা পড়েছে। অপরাধ জগতের সঙ্গে প্রোমোটারের সরাসরি যোগের অভিযোগও উঠে এসেছে। পাশাপাশি বর্তমানে তিনি যে প্রোমোটিংয়ের ব্যবসা করেন, তাতে আর্থিক লেনদেন বা জমি সংক্রান্ত কোনও ঝামেলায় জড়িয়েছিলেন কি না, তাও হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা খতিয়ে দেখছেন।

  • Link to this news (এই সময়)