• ‘দারুণ চিকিৎসা ব্যবস্থা’, ‘সেবাশ্রয়’-এর ভূয়সী প্রশংসা যোগী রাজ্যের পরিযায়ী শ্রমিকের
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে শুরু হয়েছিল স্বাস্থ্য পরিষেবার মহাযজ্ঞ। ৫০ দিন অতিক্রান্ত হয়েছে ‘সেবাশ্রয়’-এর। রেকর্ড সংখ্যক মানুষ এই শিবিরগুলি থেকে পরিষেবা পেয়েছেন। মানুষের দুয়ারে গিয়ে পরিষেবা দেওয়ার আয়োজনকে এ বার কুর্নিশ জানালেন উত্তরপ্রদেশের এক পরিযায়ী শ্রমিকও।

    সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বর্তমানে ‘সেবাশ্রয়’ ক্যাম্প হচ্ছে। সেখানেই একটি স্বাস্থ্য শিবিরে হাজির হয়েছিলেন সুনীল কুমার। উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি। তিনি তাঁর নাতিকে নিয়ে পশ্চিমবঙ্গে কর্মসূত্রে এসেছেন। অসুস্থ থাকার কারণে ‘সেবাশ্রয়’ ক্যাম্পে চিকিৎসা করাতে আসেন।

    সুনীল কুমারের নাতি বলেন, ‘উত্তরপ্রদেশ থেকে কাজের জন্য আমরা পশ্চিমবঙ্গে এসেছি। সেবাশ্রয়ে দাদুকে চিকিৎসা করাতে নিয়ে এসেছিলাম। চিকিৎসার দারুণ ব্যবস্থা রয়েছে। ভালো ওষুধ দেওয়া হয়েছে। আমরা এর জন্য এখানকার সাংসদকে ধন্যবাদ জানাই।’

    ‘সেবাশ্রয়’ থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার পর্যন্ত ৫০ দিনে মোট ৭.৫০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন। সম্প্রতি নেহা মাঝি এবং আলমিশা খাতুন নামে বেঙ্গালুরুর NIMHANS-এ উন্নত চিকিৎসা করানোর ব্যবস্থা করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের বাসিন্দা আলতাফ হোসেন-সহ একাধিক শিশুর জরুরি অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে ‘সেবাশ্রয়’ থেকেই।

    ডায়মন্ড হারবারের পাশপাশি হুগলি ও জলপাইগুড়ি-সহ একাধিক জেলা থেকে রোগীরা ‘সেবাশ্রয়’ শিবিরে এসে চিকিৎসা করিয়েছেন। একাধিক বয়স্কদের চোখের ছানি অপারেশনের ব্যবস্থাও করে দেওয়া হচ্ছে স্বাস্থ্য শিবিরগুলি থেকে।  আজ, শনিবার থেকে বজবজ বিধানসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’ শুরু হতে চলেছে। আগামী দিনে মহেশতলা বিধানসভা কেন্দ্রেও এই শিবিরের আয়োজন করা হবে।

    তথ্য সহায়তা: প্রসেনজিৎ বেরা

  • Link to this news (এই সময়)