মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে এ বার পোস্টার পড়ল বসিরহাটে। বিজেপির বসিরহাট জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে এই পোস্টার সাঁটানো হয়েছে বিজেপি কার্যালয়েই। এমনকী গেটে তালাও ঝোলানো হয়েছে। পোস্টারে লেখা, ‘বসিরহাট জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে বাদুড়িয়া বিজেপির মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পালকে নিযুক্ত করেছেন। আমরা বিজেপি কর্মীরা এটা মানব না। তাই এই পার্টি অফিসে তালা মারলাম।’ পোস্টারের তলায় লেখা, ‘বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ।’
গত ১৬ তারিখ বিভিন্ন ব্লকে নতুন মণ্ডল সভাপতি নিযুক্ত করেছে বিজেপি। বাদুড়িয়াতে মণ্ডল সভাপতি হয়েছেন বিশ্বজিৎ পাল (ছোট)। বিজেপি সূত্রে খবর, নতুন মণ্ডল সভাপতিকে অনেকেরই পছন্দ হয়নি। অভিযোগ, তাঁরাই এই পোস্টার দিয়েছে।
যদিও তাপস ঘোষ এই দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘কে কী বলছে, তা শুনে লাভ নেই। কোনও প্রমাণ থাকলে দিক। আমার কাছে যা খবর, আগের মণ্ডল সভাপতি তিন মাসের বাড়ি ভাড়া দেননি। বাড়ির মালিক সেই কারণে তালা মেরেছে। শুনলাম, পোস্টারও তিনিই দিয়েছেন।’ একই সঙ্গে তাপস ঘোষের দাবি, রাজ্য থেকে মণ্ডল সভাপতি বাছাই হয়েছে। জেলা সভাপতির এখানে কোনও ভূমিকা নেই।
অন্য দিকে নতুন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল জানান, তিনি এই পদের জন্য কাউকে কোনও টাকা দেননি। সকলের সমর্থনেই নির্বাচিত হয়েছেন। তবে কি এর নেপথ্যে গোষ্ঠীকোন্দল? বিশ্বজিতের জবাব, বিজেপিতে কোনও গোষ্ঠীও নেই, গোষ্ঠীকোন্দলও নেই। তৃণমূল এই কাজ করেছে বলে, দাবি নতুন মণ্ডল সভাপতির।
যদিও বসিরহাটের তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, 'বাংলায় বিজেপির কোনও জায়গা নেই। তাই কে নেতা হবে, তা নিয়ে ওদের ঝামেলা সব সময়। এটাও তারই বহিঃপ্রকাশ। তৃণমূল এ সবের মধ্যে ঢুকতে যাবেই বা কেন?'