বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। পূর্ব মেদিনীপুর জেলায় আরও একটি সমবায় নির্বাচনে খাতা খুলতে পারল না বিজেপি। শনিবার নন্দকুমার ব্লকের কল্যাণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সব আসনেই জয়ী হলো তৃণমূল। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া শাসক শিবিরে।
শনিবার কল্যাণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে নির্বাচন ছিল। এই সমবায়ে মোট আসন সংখ্যা ৫৪টি। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই ৬টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। শনিবার আরও ৪৮টি আসনে জয়ী হয়েছেন রাজ্যের শাসক দল সমর্থিত প্রার্থীরা। এই ফলাফল সামনে আসার পরেই সবুজ আবির ওড়ান রাজ্যের শাসক দলের কর্মী-সমর্থকরা।
জানা গিয়েছে, এই সমবায় আগেও তৃণমূলের দখলে ছিল। এতে মোট ভোটার সংখ্যা ১৩৪৫জন। শনিবার নির্বাচনে যাতে কোনও অশান্তি না হয় সেই জন্য পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। নির্বিঘ্নেই শেষ হয়েছে ভোটপর্ব।
এ দিকে জয় প্রসঙ্গে নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে বলেন, ‘কল্যাণপুর পঞ্চায়েত বিজেপির দখলে। কিন্তু সমবায়ে জয় ধরে রাখতে পারল না গেরুয়া শিবির। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে, এতেই স্পষ্ট।’
যদিও নন্দকুমার-২-এর বিজেপির মণ্ডল সভাপতি সন্দীপ চক্রবর্তী অবশ্য দাবি করেছেন, ‘সমবায়গুলিতে শাসকদল ভয় দেখিয়ে জয় ছিনিয়ে এনেছে। লোন না দেওয়া-সহ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার ভয় দেখানো হচ্ছে।’ তবে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।