• দেনার টাকা শোধ করতেই 'ডি কোম্পানি'র আশ্রয়, রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে হুমকি ফোনের কিনারা...
    আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: একবারেই পকেটে ঢুকবে বড় অঙ্কের টাকা। এই ভাবনা থেকেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মালদার ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে হুমকি ফোন করেছিল সাহাদাত শেখ। ধৃতের বাড়ি ইংলিশবাজার পুর এলাকাতেই। এই মামলায় সাহাদাত-সহ মোট পাঁচজনকে আটক করেছে মালদা জেলা পুলিশ। একজনকে ধরা হয়েছে বিহার থেকে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহাদাত জমি কেনাবেচা ব্যবসার সঙ্গে যুক্ত। এই কাজে তার বেশ কিছু টাকা দেনা হয়ে যায়। সেই দেনা শোধ করতেই এভাবে 'ডি কোম্পানি'র নাম করে সে ভয় দেখিয়ে টাকা কামানোর চেষ্টা করে। কৃষ্ণেন্দুকে সে ভালোভাবেই চিনত। মালদা জেলা থেকে করলে যদি ধরে পড়ে যায় সেই আশঙ্কায় সে এসেছিল কলকাতায় এবং সেখান থেকেই ফোন করে।

    ফোন করে ভয় দেখানোর পর আবার সে জেলায় ফিরে যায়। এই হুমকি ফোনের জন্য সে তার সঙ্গীদের সাহায্যে সিম কার্ড এবং একটি মোবাইল ফোন জোগাড় করে। উদ্দেশ্য ছিল, কাজ হয়ে যাওয়ার পর সিম কার্ড বন্ধ করে রাখার। যাতে পুলিশ ধরতে না পারে। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহাদাত ছাড়া বাকি যাদের আটক করা হয়েছে তারা সকলেই কালিয়াচকের বাসিন্দা। 

    উল্লেখ্য, দাউদ ইব্রাহিম বা ডি কোম্পানির নাম করে শুক্রবার ইংলিশবাজার পুর চেয়ারম্যানকে একটি ফোন করা হয়। তার আগে একটি মেসেজ কৃষ্ণেন্দুকে পাঠিয়ে বলা হয় ২০ লক্ষ টাকা না দিলে গুলি করে দেওয়া হবে। গোটা মেসেজটাই ছিল হিন্দিতে। ফোন করে কৃষ্ণেন্দুকে বলা হয় টাকা না দিলে পরিণতি ভয়ঙ্কর। পুলিশের দ্বারস্থ হন কৃষ্ণেন্দু। ২৪ ঘন্টার মধ্যে ঘটনার কিনারা করল মালদা জেলা পুলিশ।
  • Link to this news (আজকাল)