আলোর শহরে উৎসবের উষ্ণতা, চন্দননগর বিধানসভা উৎসবের সূচনা করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ...
আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৫
মিল্টন সেন, হুগলি: শুরু হল চন্দননগর বিধানসভা উৎসব। শনিবার চন্দননগর রবীন্দ্রভবনে চন্দননগর বিধানসভা উৎসব ২০২৫-এর শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপ-মহানাগরিক মুন্না আগরওয়াল, ভদ্রেশ্বরের পুরপ্রধান প্রলয় চক্রবর্তী-সহ চন্দননগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উৎসবের প্রতিদিন স্থানীয় শিল্পীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত জগতের খ্যাতনামা একাধিক শিল্পী। চন্দননগর বিধানসভা উৎসব চলবে আগামী ২রা মার্চ পর্যন্ত।
এর আগে বড়দিনে সেজে উঠেছে হুগলি জেলার গঙ্গা পারের ৩ শহর। একদিকে ডেনিস নগরী শ্রীরামপুর হয়ে উঠেছে যেন দ্বিতীয় পার্ক স্ট্রিট। উৎসবের আলোয় মোড়া হয়েছিল গোটা শহরকে। অন্যদিকে বিশেষভাবে সাজানো হয়েছিল পর্তুগিজ ব্যাসলিকা ব্যান্ডেল চার্চকে। উৎসবের আনন্দতে বাদ পড়েনি ফরাসডাঙ্গাও। চন্দননগরের সেক্রেট হার্ট চার্চ চত্বরও উৎসবেরআলোর ছোঁয়া।
শীতের উৎসবের মুহূর্ত ফরাসডাঙ্গায় ফের ধরা দিল বসন্তের শুরুতে।