ধীরে সুস্থে দ্বিতীয় হুগলি সেতুতে দাঁড় করালেন স্কুটি, এরপরেই গঙ্গায় ঝাঁপ ...
আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয় হুগলি সেতুতে স্কুটি থামিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। মাঝিদের তৎপরতায় শেষপর্যন্ত রক্ষা পেলেন তিনি। উদ্ধারের পর কলকাতা পুলিশের সাহায্যে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে ওই যুবককে। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
এই প্রথম নয়, এর আগেও দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়ছছে, শনিবার দুপুরে ওই যুবক কলকাতার দিকে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। সেতুর টোল প্লাজা পেরিয়ে মাঝামাঝি পৌঁছে ধার ঘেঁষে স্কুটি থামিয়ে দেন। কেউ কিছু বুঝে ওঠার আগেই গঙ্গায় ঝাঁপ দেন তিনি। ওই গঙ্গায় ভাটা থাকায় মাছ ধরছিলেন মাঝিরা। তাঁরাই তাঁকে নদী থেকে উদ্ধার করে নৌকা করে পাড়ে আনেন। এরপর কলকাতা পুলিশের রিভার ট্র্যাফিক টিম এসে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য এসএসকেএম-এ নিয়ে যায়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, পারিবারিক অশান্তির জের, মানসিক অবসাদে ভুগছিলেন নাকি অন্য কোন কারণে গঙ্গায় ঝাঁপ দিয়ে ওই যুবক আত্মহত্যার চেষ্টা করলেন তা সুস্থ হলে জানার চেষ্টা করা হবে।