ট্রেনিং সেন্টারের নামে প্রতারণা, পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার ভুয়ো ‘সেনা’...
আজকাল | ২২ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো সেনা সেজে ট্রেনিং সেন্টার খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি। বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে ২১ ফেব্রুয়ারি পার্ক স্ট্রিট থানার অধীনস্থ ১১, এলিয়ট লেন, কলকাতা-১৬-এর তৃতীয় তলায় অবস্থিত শেখ নাজির হুসেন-এর (৩৫) বাসস্থানে তল্লাশি ও অভিযান পরিচালিত হয়।
তল্লাশির সময় উদ্ধার করা হয় তিনটি তারা ও লাল/নীল ফিতা সহ একটি খাকি পোশাক, ভারতের ৫০তম ও ৭৫তম স্বাধীনতা দিবসের স্মারক রিবন বার, যা উক্ত পোশাকের বাম বুকে সংযুক্ত ছিল এবং দুটি কুকরি চিহ্নিত সবুজ বেতার ক্যাপ, যা ভারতীয় সেনার গোর্খা রাইফেলস বাহিনীর ক্যাপ ব্যাজের মতো দেখতে।
গোরখা রাইফেলস বাহিনীর ক্রাউন ব্যাজযুক্ত একটি বাদামি চামড়ার বেল্ট, একটি জোড়া কালো রঙের অ্যামুনিশন বুট, একটি নামফলক ও একটি চিকিৎসা সংক্রান্ত সদস্যপত্র, যেখানে তিনি নিজেকে "ক্যাপ্টেন নাজির হুসেন" হিসেবে পরিচয় দিয়েছেন। এছাড়াও আধার কার্ডের ফটোকপি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নগদ টাকার রসিদ, একটি জোড়া কালো রঙের চামড়ার অ্যামুনিশন বুট ইত্যাদি।
অভিযুক্ত ব্যক্তিকে আইনত সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অভিযুক্তকে আজ তারিখে আদালতের কার্যকালীন সময়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কলকাতার আদালতে তোলা হবে।