• রবিবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়ার পাগলামি! সোমবারেও কি এমনই চলবে?
    ২৪ ঘন্টা | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • সন্দীপ প্রামাণিক: এসে গেল শনিবার বিকেলের আবহাওয়ার পূর্বাভাস। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। কী বললেন তিনি? আগামীকাল, রবিবার রাজ্য জুড়ে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বইবে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা।

    জানা গিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত রয়েছে এক অক্ষরেখা। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। শনি ও রবিবার রাজ্য জুড়ে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে। সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকছে।

    কলকাতায় সন্ধের পর বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল রবিবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ, কখনও পুরোপুরি মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

    দক্ষিণবঙ্গে আজ, শনিবার থেকে কাল রবিবার সকালের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি, সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায়। দক্ষিণবঙ্গের কলকাতা-সহ বাকি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার আশঙ্কা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।

    রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও নদীয়া জেলায়। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।

    সোমবারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায়। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

    উত্তরবঙ্গের দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। সিকিমে তুষারপাতের সম্ভাবনা ও তার সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পং বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।

    শনিবার এবং রবিবার এই দুদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ এবং বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে আগামী ৪৮ ঘণ্টায়।

    কিছুক্ষণ আগেই একটি সতর্কবার্তা এসেছে হাওয়া অফিসে থেকে। জারি হয়েছে কমলা সতর্কতা। আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে জোরে গতির বাতাস এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হতে পারে বলে জানানো হয়েছে।

     

  • Link to this news (২৪ ঘন্টা)