• স্কুটি রেখে দ্বিতীয় হুগলি সেতুর রেলিংয়ে ওঠে যুবক! আর তারপরই...
    ২৪ ঘন্টা | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • অয়ন ঘোষাল ও নান্টু হাজরা: শহরের বুকে ফের একটি চাঞ্চল্যকর ঘটনা।  দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের। সেতুতে স্কুটি রেখে রেলিংয়ে উঠে গঙ্গায় ঝাঁপ দেয় যুবক।

    বছর ৩৮-এর ওই যুবকের নাম জাভেদ আহমেদ। জানা গিয়েছে, বাড়ি পার্কস্ট্রিট থানার অন্তর্গত। সূত্রের খবর ৱ্যাপিডো গাড়ি চালাতেন ওই যুবক। এদিন দুপুরে হঠাৎ-ই দ্বিতীয় হুগলি সেতুতে আসেন ওই যুবক। তারপর স্কুটি সেতুর উপর দাঁড় করিয়ে রেখে রেলিংয়ে উঠে গঙ্গায় ঝাঁপ দেন। 

    বরাতজোরে রক্ষা পেয়েছেন ওই যুবক। গঙ্গার জলে ঝাঁপ দেওয়ার পর মুহূর্তেই নদীতে থাকা মাঝিরা তাঁকে উদ্ধার করেন। ওই যুবককে উদ্ধার করে নৌকায় তোলেন তাঁরা। বর্তমানে এসএসকেএম-এর ট্রমা কেয়ারে ভর্তি ওই যুবক। ইমার্জেন্সিতে চিকিৎসা চলছে তাঁর।

  • Link to this news (২৪ ঘন্টা)