• মৃত্যুর চেষ্টা ব্যর্থ! এবার পুলিসি হেফাজতে ট্যাংরার ২ ভাই? নাবালক ছেলের ভবিষ্যৎ কী?
    ২৪ ঘন্টা | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • অয়ন ঘোষাল: মৃত্যুর চেষ্টা ব্যর্থ। এবার কি পুলিস হেফাজতে ট্যাংরার দে ব্রাদার্স? এদিকে শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বড় ভাই প্রণয় দে ও তাঁর নাবালক ছেলে। পুলিস সূত্রে খবর, সম্পূর্ণ সুস্থ নন বলে প্রণয়কে আপাতত আরও কিছুদিন শহরের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হবে। ছোট ভাই প্রসূন এখনও বাইপাসের বেসরকারি হাসপাতালেই ভর্তি রয়েছেন। এখন প্রশ্ন, এদের ভবিষ্যৎ কী হবে? ৩ মহিলার খুনি কে?

    জানতে, এদিন প্রণয় এবং তার নাবালক পুত্রকে  জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিস। এরপর প্রসূণ সুস্থ হলে তাকেও টানা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হবে। নাবালক ছেলের ভবিষ্যৎই বা কী হবে? তাঁর মায়ের মৃত্যু হয়েছে। বাবাও আহত। দোষী প্রমাণিত হলে তাঁরও শাস্তি অনিবার্য। তাহলে নাবালকের দেখভালই বা করবে কে? বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, প্রথম দিন পারিবারিক বন্ধু হিসেবে একজন আইনজীবী যোগাযোগ করেছিলেন। তারপর থেকে তিনি বা দে পরিবারের ঘনিষ্ঠ আর কেউ যোগাযোগ করেননি।

    প্রণয়ের হিপ জয়েন্টে ফ্র্যাকচার ছিল। সঙ্গে শরীরের ডান দিকের বেশ কিছু জায়গায় ছোট আকারের মাল্টিপল ফ্র্যাকচার ছিল। হাসপাতাল সূত্রে খবর, অপারেশনের পর আপাতত স্থিতিশীল প্রণয়। তাকে রিলিজ করতে চলেছে হাসপাতাল। প্রসূনের মাল্টিপল বাইল্যাটেরাল রিব ফ্র্যাকচার (দুই দিকের পাঁজরে গুরুতর আঘাত) কাঁধের হাড় বা আলনা ডিসলোকেশন। এখনও স্থিতিশীল নয়। তবে চিকিৎসায় ইতিবাচক সাড়া। এই মুহূর্তে রিলিজ করার মতো বা শিফট করার মতো অবস্থায় নেই। 

  • Link to this news (২৪ ঘন্টা)