টাকার বিনিময়ে পদ বিক্রি? বসিরহাটে বিজেপির নেতার বিরুদ্ধে পোস্টার, কার্যালয়ে তালা ঝোলালেন কর্মীরাই
প্রতিদিন | ২২ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করছেন বিজেপির বসিরহাট জেলার সভাপতি তাপস ঘোষ। টাকার বিনিময়ে বাদুড়িয়ায় বিশ্বজিৎ পালকে পুর মণ্ডল সভাপতি নিযুক্ত করেছেন বলে মারাত্মক অভিযোগ উঠেছে। বিজেপি জেলা সভাপতি তাপস ঘোষের নামে পড়ল একাধিক পোস্টার। শুধু তাই নয়, বিজেপির কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
গত ১৬ তারিখ রাজ্যের বিভিন্ন ব্লকে বিজেপির নতুন মণ্ডল সভাপতি নিযুক্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়ায় বিশ্বজিৎ পালকে পুর মণ্ডল সভাপতি নিযুক্ত করা হয়েছে। তাই নিয়েই বিজেপির অন্দরে শুরু হয়ে বিক্ষোভ। অভিযোগ, বিজেপি জেলা সভাপতি তাপস ঘোষ তাঁকে এই পদে বসিয়েছেন। সেজন্য মোটা টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই প্রেক্ষিতে গেরুয়া শিবিরের একটা পক্ষে চরম ক্ষোভও দেখা দিয়েছে।
বিক্ষুব্ধরা দলের কার্যালয়ে এদিন বিক্ষোভ দেখান। শুধু তাই নয়, বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়েছে কার্যালয়ের দেওয়াল, দরজা-সহ ওই এলাকায়। এদিন বিক্ষুব্ধরা কার্যালয়ের দরজাতেও তালা ঝুলিয়ে দেন। আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। তার আগে দলের অন্দরে নেতৃত্বদের নিয়ে ক্ষোভ বাড়ছে কর্মীদের মধ্যে। এই ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ পাল বলেন, “আমি কোনও টাকার বিনিময়ে মণ্ডল সভাপতি নিযুক্ত হইনি। সবাই ভোটের মাধ্যমে আমাকে সভাপতি নির্বাচিত করেছেন।” তিনি আরও দাবি করেছেন, “আমাদের মধ্যে কোনও গোষ্ঠীকোন্দল নেই। তৃণমূল চক্রান্ত করে এই পোস্টার দিয়েছে। দলের বদনাম করার চেষ্টা করছে।” এই বিষয়ে বসিরহাটের তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির বাংলায় কোনও জায়গা নেই। ওদের মধ্যে কে নেতা হবেন, সেই নিয়ে ওদের মধ্যে লড়াই চলে। এটা তারই বহিঃপ্রকাশ।” এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে তিনি পালটা দাবি করেছেন।