• চম্পাহাটিতে চার হাজার ভূতুড়ে ভোটার, কেন্দ্র–নির্বাচন কমিশন আঁতাত অভিযোগ কুণালের
    হিন্দুস্তান টাইমস | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • কদিন আগেই ভোটার তালিকায় ‘ভূতুড়ে ভোটার’ ঢোকানোর অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন বিজেপি রে রে করে আওয়াজ তুললেও এখন নিস্তব্ধ হয়ে গিয়েছে। কারণ এবার দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে প্রায় ৪ হাজার ‘ভূতুড়ে ভোটার’ আছে বলে প্রকাশ্যে এসেছে তথ্য। যা নিয়ে ব্যাপক রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই ‘ভূতুড়ে ভোটার’ ঢোকানোর পিছনে বিজেপির অঙ্গুলিহেলন রয়েছে। যদিও পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি এবং সিপিএম তৃণমূল কংগ্রেসের দিকে। তবে এই কাণ্ডের সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন জড়িত বলে তোপ দেগেছেন কুণাল ঘোষ।

    আজ, শনিবার এক্স হ্যান্ডেলে কড়া ভাষায় তোপ দাগেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এবার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের ২২টি সংসদে সাড়ে চার হাজার অতিরিক্ত ভোটার মিলেছে বলে অভিযোগ। প্রশাসন সূত্রে খবর, লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ওই ‘ভূতুড়ে ভোটার’ সংখ্যায় বেড়েছে বলে তথ্য উঠে এসেছে। এই চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিতবরণ মণ্ডল জানান, প্রশাসনের নির্দেশ অনুযায়ী তাঁরা ভোটার তালিকা ‘স্ক্রুটিনি’ করেছেন। আর তখনই সামনে আসে প্রতিটি সংসদেই প্রচুর ‘ভূতুড়ে ভোটার’ রয়েছে। এই বিষয়ে কুণাল ঘোষ বলেন, ‘‌চম্পাহাটিতে ‘ভোটার’ বেড়ে গিয়েছে। এই নিয়ে বিজেপি মিথ্যাচার করছে।’‌

    এখানেই শেষ নয়, প্রশাসন সূত্রে খবর, শিলিগুড়ি, রায়গঞ্জ, মুর্শিদাবাদ, মালদা থেকে প্রচুর ভোটারের নাম মিলেছে দক্ষিণ ২৪ পরগনার ভোটার তালিকায়। ভোটার তালিকায় ওঠা ওই নামের সঙ্গে থাকা ফোন নম্বরে কল করে নিশ্চিত করা গিয়েছে যে, দক্ষিণ ২৪ পরগনার ভোটার নন তাঁরা। আসলে তাঁরা ‘ভূতুড়ে ভোটার’। এই বিষয়ে আজ শনিবার কুণাল ঘোষের বক্তব্য, ‘‌বাস্তব হচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা এখানে ঢুকে পড়েছে। যা দেখার কাজ রাজ্যের নয়। সীমান্ত দেখার কথা বিএসএফের। যা কিনা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। সেখানে গাফিলতি আছে বলেই ঢুকছে। আর রাজ্য প্রশাসন সতর্ক বলেই সেসব ধরা পড়ছে। বিজেপি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। আসল ঘটনা হচ্ছে, ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া নির্বাচন কমিশনকে সেটিং করে এই বহিরাগতদের নাম তুলছে।’‌


    এছাড়া চম্পাহাটির পঞ্চায়েত প্রধান অসিতবরণ মণ্ডল জানিয়েছেন, তাঁরা বিষয়টি বিডিও’‌র কাছে জানাবেন। তাতে সমস্যার সমাধান না হলে আন্দোলন করবেন। আর তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই ঘটনায় নির্বাচন কমিশনের গাফিলতি স্পষ্ট। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ‘ভূতুড়ে ভোটার’ ঢুকিয়ে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, নির্বাচন কমিশনকে হাত করে ভোটার তালিকায় অনলাইনে নাম তুলেছে বিজেপি। আড়ালে বিহার, উত্তরপ্রদেশ রাজ্যের লোকেদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভোটার তালিকায়। এবার মুখ্যমন্ত্রীর কথা মিলে যাওয়ায় কুণাল ঘোষের কথায়, ‘‌বাংলাকে টার্গেট করে অনলাইনে নাম তোলা হচ্ছে। এটা কে ধরল?‌ রাজ্যের প্রশাসন ধরেছে। ‘ভূতুড়ে ভোটার’ বিজেপি ঢোকাচ্ছে। এটা গভীর চক্রান্ত। নির্বাচন কমিশনের সঙ্গে সেটিং করে বিপজ্জনক খেলা খেলছে বাংলায় বিজেপি। এসব ছলচাতুরি সফল হতে পারে না।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)