স্টেজে লাফিয়ে উঠলেন ছাত্রী, প্রেসিডেন্সিতে বন্ধ আইকনের অনুষ্ঠান, ফিরলেন শিল্পী
হিন্দুস্তান টাইমস | ২২ ফেব্রুয়ারি ২০২৫
প্রেসিডেন্সিতে আইসির উদ্যোগে আইকনের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একেবারে তুলকালাম ঘটনা। আইসি ও এসএফআইয়ের মধ্য়ে ঝামেলার জেরে অনুষ্ঠান বাতিল হয়ে যায়। মাঝপথেই স্টেজে উঠে পড়েন এক ছাত্রী। ছাত্রীদের মধ্য়ে কয়েকজন বলতে থাকেন আইকনের অনুষ্ঠান হচ্ছে অথচ ছাত্রীদের শ্লীলতাহানি করা হচ্ছে। যারা শ্লীলতাহানি করছে তাদের আড়াল করছেন উদ্যোক্তারা। ঘটনাচক্রে গোটা ঘটনাটি হয়েছে ভাষা দিবসের সন্ধ্যাতেই।
এই অভিযোগ পালটা অভিযোগকে কেন্দ্র করে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য় হন শিল্পীরা। এদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্বভাবতই জড়িয়ে রয়েছে ঐতিহ্য। সেক্ষেত্রে আইকনের অনুষ্ঠানে এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
সূত্রে খবর, আইসির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে প্রেসিডেন্সির অন্দরে আগে থেকেই এসএফআই ও আইসির মধ্য়ে দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বের আঁচই পড়ে আইকনের অনুষ্ঠানে।
এক ছাত্রী আচমকা উঠে পড়েন অনুষ্ঠানে। সবে একটা গান গেয়েছিলেন শিল্পী। তারপরই ভণ্ড হয়ে যায় অনুষ্ঠান।
শুক্রবার সন্ধ্য়ায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আইসির উদ্যোগে এই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই এসএফআই ও আইসির মধ্যে তুুমুল ঝামেলা হয়। এমনকী স্টেজে উঠে পড়েন কয়েকজন। কার্যত এমন পরিস্থিতি তৈরি হয় যে সঙ্গীতশিল্পী অভিজিৎ বর্মন ওরফে পটা অনুষ্ঠান না করেই ফিরে যান।
সেই সংক্রান্ত একাধিক ভিডিয়ো সামনে এসেছে। এক ছাত্রী স্টেজে উঠে পড়েছিলেন। তিনি চিৎকার করে বলছিলেন, এই গানে সমস্যা হচ্ছে। শ্লীলতাহানির অভিযোগ তুলে তার বিরুদ্ধেও সরব হন তাঁরা। এরপরই দর্শক আসন থেকেও অনেকে সহমত জানান। এসএফআই ও আইসির মধ্য়ে তুমুল ঝামেলা শুরু হয়ে যায়।
কয়েকজন ছাত্রী প্রতিবাদ করেছিলেন যে আইকনের উদ্যোক্তারা শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন।
সঙ্গীতশিল্পী টিভি ৯ বাংলা সংবাদমাধ্যমে বলেন, আমি জানি না ওদের মধ্যে ইন্টারন্যাল কী সসম্যা ছিল। কাল এটা শেষ অনুষ্ঠান ছিল। যেভাবে অনুষ্ঠান বাতিল করা হল আমরা বাংলা গান করি, আমাদের কাছে অত্যন্ত খারাপ লেগেছে।যেভাবে ঔদ্ধত্যের সঙ্গে একটা মেয়ে স্টেজে উঠল, তিনি পড়েও যেতে পারতেন, লাগতে পারত, দেখে আমরা অবাক হয়েছি…এই ধরনের ঘটনা এখানে মেনে নেওয়া যায় না।
এদিকে গোটা ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য রয়েছে। এভাবে আইকনের অনুষ্ঠান বাতিল হওয়াকে ঘিরেও নানা প্রশ্ন উঠছে। তবে ছাত্রীদের একাংশ যে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন তারও গুরুত্ব রয়েছে। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে চলছে চাপানউতোর। প্রেসিডেন্সির অন্দরে, সোশ্যাল মিডিয়ায় এনিয়ে চর্চা তুঙ্গে।
তবে গানের অনুষ্ঠান বাতিল হলেও রাতে পোলাও মাংস অবশ্য় ঠিকঠাকই হয়েছে।