স্কুলে যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনার কবলে স্কুল ছাত্রী। কাঁধ থেকে কার্যত আলাদা হয়ে গেলো ছাত্রীর হাত। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত কুকড়াহাটি বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। শনিবার কুকড়াহাটি হাইস্কুলের অষ্টম শ্রেণির ওই ছাত্রী সাইকেলে স্কুলে যাচ্ছিল। সেই সময় বালি বোঝাই একটি ট্রাক চলে আসায় সাইকেলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। তার পরই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। সাইকেলে স্কুলে যাওয়ার সময় আচমকা হোড়খালির দিক থেকে চলে আসে বালি বোঝাই ট্রাক। পিছন থেকে হর্ন শুনে হতভম্ব হয়ে রাস্তার উপর পড়ে যায় ওই ছাত্রী। সেই সময় ট্রাকটি তার ডান হাতের উপর দিয়ে চলে যায়।
কাঁধ থেকে একেবারে হাত আলাদা হয়ে যায়। স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে তড়িঘড়ি হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু আঘাত এতটাই গুরুতর ছিল, গ্রিন করিডর করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
তাম্রলিপ্ত মেডিক্যালের অর্থোপেডিক সার্জন শিবশঙ্কর দের নেতৃত্বে বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়। শনিবারই তার অস্ত্রোপচার করা হয়। ট্রাকটি আটক করেছে সুতাহাটা থানার পুলিশ। জানা গিয়েছে, ওই ছাত্রীর বাবা, মা কর্মসূত্রে কেরালায় থাকেন। বাড়িতে ঠাকুমার কাছে থাকে ওই কিশোরী ও তার ভাই।
চিকিৎসক শিবশঙ্কর দে বলেন, ‘আমার কাছে যখন ওই ছাত্রীকে আনা হয়, কাঁধ থেকে ওর হাত ছিল না বলা চলে। এরপর আমরা তড়িঘড়ি অস্ত্রোপচার করেছি। বর্তমানে স্থিতিশীল রয়েছে ওই ছাত্রী। সিসিইউতে রাখা হয়েছে।’
স্থানীয় পঞ্চায়েত সদস্য অপূর্ব কালসা বলেন, ‘ওই কিশোরীর বাবা, মা ইতিমধ্যেই কেরালা থেকে রওনা দিয়েছেন। বাড়ি ফিরছেন তাঁরা। প্রশাসনের তরফ থেকে ছাত্রীর সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’