বীরভূমের ডেউচা জলাধার থেকে উদ্ধার হলো বস্তাবন্দি দেহ। শনিবার সকালে একটি প্লাস্টিকের বস্তা ডেউচা ব্রিজের নীচে জলাধারে ঘুরপাক খেতে দেখা যায়। মহম্মদবাজার থানা এলাকার এই ঘটনায় শোরগোল পড়ে যায়। কারণ, শুক্রবারই এই মহম্মদবাজার থানা এলাকায় তিন জনের দেহ উদ্ধার হয়। মা ও দুই সন্তানের নলি কাটা দেহ উদ্ধার ঘিরে যখন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, শনিবার তখন আবার ডেউচা জলাধারে দেহ উদ্ধারের ঘটনা।
প্রতিদিনই স্থানীয়রা এই ডেউচা জলাধারে স্নান করতে আসেন। এ দিন স্নান করতে এসে দেখেন একটা বস্তা জলাধারের এক কোণে এসে ঘুরপাক খাচ্ছে। সন্দেহ হয় তাঁদের। এর পরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে। বস্তার মুখ খুলতেই দেখা যায়, তাতে এক মহিলার দেহ রয়েছে।
মানোয়ার শেখ নামে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, ডেউচা ব্রিজের কাছে একটা বস্তা আটতে ছিল। সেই সময় অনেকে সেখানে স্নান করছিলেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে দেখে বস্তার ভিতর এক মহিলার মৃতদেহ রয়েছে। কার দেহ, কেউ বলতে পারছেন না। তবে মনে হচ্ছে বাইরের কোনও মহিলার দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, ঝাড়খণ্ড থেকে ভেসে আসতে পারে দেহটি।