• শেরপা ছাড়াই পর্বত অভিযানে পাঁচ বাঙালি, নয়া ইতিহাসের পথে বাংলা?
    এই সময় | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • শেরপা ছাড়াই এ বার পর্বত অভিযানে সোনারপুরের ৫ সদস্যের পর্বতারোহী দল। বাংলার বিশিষ্ট পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদারের নেতৃত্বে আজ, শনিবার সকালে রওনা হন তাঁরা। টার্গেট, হিমাচল প্রদেশের ৬০৩০ মিটারের সিনকুন সাউথ।

    হাওড়া থেকে পুর্বা এক্সপ্রেসে রওনা দেবেন তাঁরা। দিল্লি থেকে বাসে ২৪ তারিখ মানালি পৌঁছবে দলটি। মানালি থেকে কেলং পৌঁছে ছিকা গ্রামে ২দিন রাত কাটাবেন তাঁরা। জানা গিয়েছে, এই গ্রামের বাসিন্দাদের পাশে থাকতে এখান থেকে প্রয়োজনীয় ঔষধ, পড়াশোনা ও খেলাধুলার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে।

    ২৭ ফেব্রুয়ারী থেকে শুরু হবে মুল অভিযান। আনুমানিক ৩ দিন ধরে ট্রেকিং করার পর ৫,৩০০ মিটারে তৈরি করা হবে বেসক্যাম্প। সেখান থেকেই ক্লাইম্ব করার টার্গেট রয়েছে, বলে জানিয়েছেন দলনেতা রুদ্রপ্রসাদ হালদার। আবহাওয়া ও পরিস্থিতি অনুকুল দেখে ফাইনাল সামিটের দিন স্থির করা হবে।

    এই অভিযানে ৫ সদস্যের পর্বতারোহী দলে রয়েছেন, রুদ্রপ্রসাদ হালদার, রাহুল হালদার, চিকিৎসক উদ্দীপন হালদার, দেবাশিস মজুমদার ও অরুণাভ সাঁপুই। এই অভিযান সফল করার লক্ষ্যে তাঁরা বিগত কয়েকমাস ধরে একসাথে ট্রেনিং করেছেন। দক্ষিণ পশ্চিমের গিরিশিরায় পৌঁছনোর পরিকল্পনা রয়েছে তাঁদের। এই অভিযান সফল হলে আরোহীর মুকুটে উঠবে নয়া পালক।

    সাধারণত ২১ ডিসেম্বর থেকে ২১ মার্চের মধ্যে কোনও পর্বতের বেসক্যাম্প থেকে শৃঙ্গে আরোহণ করে আবার বেসক্যাম্পে ফেরত এলে তা শীতকালীন পর্বতারোহনের মধ্যে পড়ে। এখনও পর্যন্ত শীতকালে পর্বত অভিযান সফল হয়নি। এই সময় বরফ নরম থাকে। ফলে দুর্ঘটনার আশঙ্কাও থাকে।

  • Link to this news (এই সময়)