• সেনা অফিসার সেজে প্রতারণা! চাকরি দেওয়ার নামে ভুয়ো প্রশিক্ষণ, কলকাতায় গ্রেফতার এক
    আনন্দবাজার | ২২ ফেব্রুয়ারি ২০২৫
  • সেনা অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শেখ নাজির হুসেন। তাঁর বয়স ৩৫ বছর। পার্ক স্ট্রিট থানা এলাকার এলিয়ট লেনে হুসেনের বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু সামগ্রী। তার মধ্যে রয়েছে সেনার উর্দি, পদক, সবুজ টুপি, নেমপ্লেট, ভুয়ো পরিচয়পত্র।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত হুসেন নিজেকে সেনা অফিসার হিসাবে পরিচয় দিতেন। একটি প্রশিক্ষণ কেন্দ্রও খুলেছিলেন তিনি। সেখানে সেনার চাকরিপ্রার্থীদের প্রশিক্ষণ দিতেন তিনি। প্রশিক্ষণ দেওয়া হত এনসিসি-তে অংশ নেওয়া ব্যক্তিদেরও। বিশেষ সূত্রে খবর পেয়ে হুসেনকে গ্রেফতার করে পুলিশ। তাঁর এলিয়ট লেনের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় তিন তারা বসানো একটি খাকি উর্দি, লাল-নীল ফিতে। সেই সঙ্গে একটি সেনার টুপি, যার উপরে রয়েছে দু’টি কুকরির প্রতিকৃতি। ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রাইফেলস জওয়ানদের মাথায় থাকে এই টুপি।

    গোর্খা রাইফেলসের জওয়ানদের মতো বেল্ট, ভুয়ো নামের ফলক, আধার কার্ডের ফোটোকপি, পাসপোর্ট সাইজের ছবি, বিল, উচ্চ মাধ্যমিকের শংসাপত্রও হুসেনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। এর পরেই ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ।

  • Link to this news (আনন্দবাজার)