চোখের পলকে তৈরি হয়ে যেত পারাপারের রাস্তা, গ্রেপ্তার সীমান্তের ত্রাস 'তারকাটা বিপুল'...
আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সীমান্তের তারের বেড়া কেটে অর্থের বিনিময়ে বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে প্রবেশ করানোই ছিল তার মূল কাজ। আর সেই কাজ করার পরেই এবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার মূল মাথা বিপুল অধিকারী। জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি ফুলবাড়ী আমাইদিখি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। যার মধ্যে একজন আতাউর রহমান এবং অপরজন আতাউরের আত্মীয় ফেরদৌস আলম।
সীমান্ত পারাপারের জন্য তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ভারতে থাকা সীমান্ত পারাপারের মূল পাণ্ডা বিপুল অধিকারীর সঙ্গে। ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার আধুনিক 'হাইড্রোলিক কাটার' দিয়ে কেটে রাতের অন্ধকারে অনুপ্রবেশকারীদের দীর্ঘদিন ধরে ভারতে নিয়ে আসছিল বিপুল। সীমান্ত এলাকায় বিএসএফ-এর কড়া নিরাপত্তা সত্ত্বেও এই অনুপ্রবেশ চিন্তায় ফেলে দেয় সীমান্ত রক্ষীদের।
জানুয়ারি মাসে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু সেখান থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বিপুল। হলদিবাড়ির মানিকগঞ্জের অধিকারী পাড়ায় বাড়ি বিপুল অধিকারীর। প্রায় একমাস চিরুনি তল্লাশির পর অবশেষে শুক্রবার রাতে বিপুলকে গ্রেপ্তার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের মূল মাথাকে গ্রেপ্তার করতে পেরে স্বস্তিতে পুলিশ প্রশাসন। তাকে হেফাজতে নিয়ে চক্রের বাকিদের খোঁজ করছে পুলিশ।