মোবাইল ফোন নিয়ে এ কী কাণ্ড হনুমানের! ভিড় জমিয়ে দেখলেন পথচারীরা...
আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: হনুমানের হাতে স্মার্ট ফোন। চলল ঘণ্টাখানেক ধরে তোষামোদ। শেষমেশ ক্লান্ত হয়ে মোবাইল ছাড়ল পবননন্দন। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিগ্রামের বাসিন্দা সোনালি চক্রবর্তী গুসকরার বাসস্ট্যাণ্ডের একটি হোটেলে কাজ করেন। শনিবার হোটেলে কাজ করার সময় তাঁর মোবাইল ফোনটি পাশে রাখা ছিল। ওই সময়ে একটি হনুমান হোটেলে ঢুকে সোনালির ফোনটি নিয়ে চলে যায় ।
মোবাইলটি ফিরে পেতে রীতিমতো শুরু হয় কাকুতিমিনতি। তাতেও কোন কাজ হয়নি। বিস্কুট, চপ, ফুলুরি, কেক, কলা নিয়ে সোনালি সহ বাজারের ব্যবসায়ীরা করজোড়ে দাঁড়িয়ে থাকেন পবননন্দনের সামনে। খাবার তার না পসন্দ। সে তখন মজেছে মোবাইলে।
ডান হাতে সযত্নে ফোনটি ধরে, বাঁ হাতে খাবার খাচ্ছে রীতিমতো আয়েশ করে। অন্যদিকে নিজের ফোনটি ফিরে পেতে সোনালিও নাছোড়বান্দা। কখনও হাত জোড় করে ফেরত চাইছেন, আবার কখনও কেড়ে নিতে যাচ্ছেন। কিন্তু এত কিছুর পরেও পবনপুত্র অনমনীয়। সে বাঁ হাতে শক্ত করে ফোন ধরে মনের আনন্দে নিজের পছন্দ মতো খাবার খেতে ব্যস্ত। মাঝেমধ্যে অপছন্দের খাবার আবার মুখে দিয়ে ছুড়ে ফেলে দিচ্ছে। এদিকে সোনালিও ঠাঁয় দাঁড়িয়ে আছেন। তিনি কাকুতিমিনতি করছেন মোবাইল ফেরত পেতে। শেষপর্যন্ত ক্লান্ত হয়ে ফোনটি রেখে হনুমান চলে যায়।
সোনালি বলেন, 'রোজের মতো এদিনও হোটেলের সামনে আসে হনুমানটি। জল খেয়ে সে আমার মাথায় হাত রেখে আর্শীবাদও করে। বের হওয়ার সময় আমার ফোনটি নিয়ে যায়। সবাই কাকুতিমিনতি করেন। শেষে ফেরত দেয়। তবে ঘণ্টাখানেক পর।'