• নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ধাক্কা যাত্রীবাহী বাসের, ভরসন্ধেয় ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩, আহত অনেকে
    আজকাল | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তর ২৪ পরগনায়। দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। জখম হয়েছেন আরও ২০ জনেরও বেশি। শনিবার ভরসন্ধেয় দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা-বাসন্তী হাইওয়ের পাশে, মিনাখাঁর জয়গ্রাম মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী একটি বাস মালঞ্চের দিক থেকে মিনাখাঁর দিকে যাচ্ছিল। জয়গ্রাম মোড়ের কাছে হঠাৎ করে একটি মোটর বাইক রাস্তার উপরে উঠে যায়। ওই বাইক চালককে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় পুরো দোকানটি ভেঙে তছনছ হয়ে যায়। দোকানের ভিতরে থাকা এক মহিলা-সহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে, বহু মানুষ জখম হয়েছেন। 

    বসিরহাটের পুলিশ সুপার মেহেদি রহমান হোসেন বলেন, 'রাস্তার উপর একটি মোটর বাইক আচমকা চলে আসে। ওই মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাসের চালক রাস্তার পাশের একটি দোকানে ঢুকে যায়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আপৎকালীন ভিত্তিতে আহতদের চিকিৎসা চলছে।' 

    দুর্ঘটনাগ্রস্ত দোকানের মালিক রতন দাস বলেন, ‌'চা ও অন্যান্য খাবারের দোকান চালাই। তখন সবে সন্ধে হয়েছে। অনেকেই দোকানে হাজির ছিলেন। ব্যস্ত রাস্তায় অনেক যানবাহন চলাচল করে। আচমকা একটি মোটর বাইক রাস্তার উপরে উঠে আসে। ওই মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাসটি দোকানে ঢুকে যায়। দোকানে বসে থাকা কয়েকজন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। তার মধ্যে একজন অবাঙালি মহিলা রয়েছেন।তড়িঘড়ি জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।' 
  • Link to this news (আজকাল)