• কলকাতায় আর্মি ট্রেনিং সেন্টারের নামে প্রতারণা! গ্রেপ্তার ভুয়ো সেনা আধিকারিক
    প্রতিদিন | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে গ্রেপ্তার ভুয়ো সেনা আধিকারিক। ভারতীয় সেনায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে প্রতারণা চক্র চালাচ্ছিল অভিযুক্ত। শুক্রবার পার্ক স্ট্রিটে রীতিমতো অভিযান চালিয়ে নাজির হোসেন নামের ওই প্রতারককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, চাকরিপ্রার্থীদের বিশ্বাসযোগ্যতা অর্জনে কলকাতায় সেনা প্রশিক্ষণ কেন্দ্রও খুলে ফেলেছিল ৩৫ বছর বয়সি এই যুবক।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কখনও সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক তো কখনও নিজেকে গোর্খা রাইফেলসের জওয়ান বলে পরিচয় দিত নাজির। শহরে সেনা প্রশিক্ষণ ক্যাম্প খুলে এনসিসির যুবকদের সেখানে প্রশিক্ষণ দিতেন। এরপর সেনায় চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা হাতাত অভিযুক্ত। দিনের পর দিন ধরে চলছিল এই কুকীর্তি।

    এমন অভিযোগ পেয়ে শুক্রবার পার্ক স্ট্রিটের ইলিয়ট লেনে নাজিরের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশ। অভিযুক্তের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে সেনার খাকি ইউনিফর্ম (তিনটি স্টার দেওয়া), একটি ভুয়ো পরিচয়পত্র, সেনার ব্যাচ, কুরকির ছবি দেওয়া সেনার টুপি যা গোর্খা রাইফেলস ব্যবহার করে, সেনার জন্য নির্দিষ্ট ধুসর রঙের বেল্ট, নেমপ্লেট ও মেম্বারশিপ কার্ড (সেখানে লেখা ক্যাপ্টেন নাজির হুসেন), বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি সেনার জুতো-সহ আরও নানা জিনিস উদ্ধার হয়েছে অভিযুক্তের বাড়ি থেকে। অভিযুক্তকে গ্রেপ্তার করে একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার আদালতে তোলা হয় অভিযুক্তকে।

    সেনার ভেকধারী এই প্রতারক কতদিন ধরে এই চক্র চালাচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি পুলিশের তরফে জানার চেষ্টা চলেছে নারিজের পাশাপাশি আর কারা কারা এই চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)