তেলেঙ্গানার সুরঙ্গে আটকে ৮, মোদীর সঙ্গে কথা মুখ্য়মন্ত্রীর,ভরসা এবার উত্তরকাশী!
হিন্দুস্তান টাইমস | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
তেলাঙ্গানায় শ্রীসিলাম লেফট ব্যাঙ্ক ক্যানাল টানেলের একাংশ ধসে গিয়েছে। এর জেরে সব মিলিয়ে আট জন সেই টানেলে আটকে পড়েছেন বলে খবর। শনিবার সকালের দিকে তারা আটকে পড়েন। অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোটা ঘটনা নিয়ে কথা হল তেলেঙ্গানার মুখ্য়মন্ত্রী সিএম রেভান্ত রেড্ডির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদী গোটা ঘটনার বিষয়ে জানতে চান। রাজ্য সরকার টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার জন্য় সেনাবাহিনীকে ডাকার পরিকল্পনা করেছে।
সূত্রের খবর, সকাল ৮টা নাগাদ এই দুর্ঘনাটি হয়। টানেল বোরিং মেশিন দিয়ে টানেলের কাজ চলছিল। তখনই দুর্ঘটনা। পিটিআই সূত্রে খবর, সরকার পরিচালিত কোল মাইনিং ফার্ম থেকে ১৯ সদস্যের একটি টিম গিয়েছে উদ্ধারকাজে।
দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসের খবর অনুসারে জানা গিয়েছে, তেলাঙ্গানা সরকার টানেলে উদ্ধারে যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। উত্তরাখণ্ডের সিল্কিয়ার টানেল বিপর্যয়ে যারা সহায়তা করেছিলেন তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তেলাঙ্গানার ওই টানেলে এখনও ৮জন আটকে আছেন বলে খবর।
শনিবার সন্ধ্যায় তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী মোদীর। গোটা উদ্ধারকাজ নিয়ে তাঁদের মধ্য়ে কথা হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের টিম এলাকায় যাচ্ছে বলেও জানা গিয়েছে।
সুরঙ্গের একাংশ ধসে যায়। তারপরই শোরগোল পড়ে যায়। সেচমন্ত্রী উত্তম কুমার রেড্ডি জানিয়েছেন যে তাঁরা আশা করছেন যে আটজনই বেঁচে আছেন বলেই তাঁরা আশা করছেন। মন্ত্রী আরও জানিয়েছেন, মার্কিন ফার্মের দুজন ইঞ্জিনিয়ারও আটকে পড়েছেন। সেই সঙ্গেই কনস্ট্রাকশন এজেন্সির ৬জন কর্মীও আটকে গিয়েছেন।
মন্ত্রী জানিয়েছেন, সকলেই উত্তর ভারতের বাসিন্দা। চারজন ঝাড়খণ্ডের। দুজন উত্তরপ্রদেশের। জম্মু ও কাশ্মীর ও পাঞ্জাবের একজন করে রয়েছেন।
এদিকে উত্তরকাশীর টানেলে গত বছর অনেকে আটকে পড়েছিলেন। তাদের উদ্ধারে যারা সহায়তা করেছিলেন তাঁদেরকে তেলাঙ্গানায় নিয়ে আসার ব্যাপারেও কথাবার্তা চলছে।
এদিকে তেলাঙ্গানায় এই টানেল বিপর্যয়কে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। মূলত যাঁরা উত্তরকাশীতে সুরঙ্গ বিপর্যয়ের ক্ষেত্রে অত্যন্ত কৌশলে উদ্ধার করতে পেরেছিলেন আটকে পড়া শ্রমিকদের সেই উদ্ধারকারী টিমের সহায়তা পেতে চাইছে তেলেঙ্গানার সরকার। উত্তরকাশীতে ১৭ দিন ধরে ওই জায়গায় আটকে ছিলেন ৪১জন শ্রমিক। শেষ পর্যন্ত Rat Hole Miners রা উদ্ধার করতে পারেন।