বিরাট দুর্ঘটনায় বিয়েবাড়ির বাস! উল্টে গেল রাস্তার ধারে, মৃত ৪
হিন্দুস্তান টাইমস | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
শনিবার ভয়াবহ দুর্ঘটনা মিনাখাঁয়। বাইক আরোহীকে বাঁচাতে গিয়েছিল বরযাত্রী বোঝাই বাস। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটা দোকানে ধাক্কা মারে। এরপর উলটে যায় বাসটি। বাস দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। দুর্ঘটনায় জখম হয়েছেন ২০জনেরও বেশি।
সূত্রের খবর, বাসটির সামনে একটা বাইক আচমকাই চলে এসেছিল। এরপরই চালক ওই বাইক চালককে বাঁচানোর চেষ্টা করেন। এরপরই সেটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা দোকানে ধাক্কা মারে। এরপর উলটে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয়রা প্রথমে উদ্ধারকাজে হাত দেন। এরপর পুলিশ ও দমকল আসে। অন্তত ২৫জন বরযাত্রী আহত হয়েছেন বলে খবর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্রের খবর, এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মূলত এক বাইক চালককে বাঁচাতে গিয়ে বাসটি দোকানে ধাক্কা দেয়। এরপর সেটা উলটে যায়। এদিকে বাসের মধ্য়ে কয়েকজন যাত্রী আটকে পড়েন। ভেঙে চুরে গিয়েছে বাসটি। বাসের অংশ কেটে আহতদের বের করতে হয়।
ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। আহতদের মধ্য়ে কয়েকজনের আঘাত বেশ গুরুতর। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্য়ে বাসটি ঢুকে যায়। বাইককে বাঁচাতে গিয়ে দোকানে ধাক্কা দেয়। দোকানের ভেতরে যারা ছিলেন তারাও আহত হয়েছে। বাসন্তী রোডের ঘটনা। কলকাতা বাসন্তী রোডের জয়গ্রাম মোড়ের কাছে ঘটনা।