নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির ছাত্রী। শুক্রবার বিকেল থেকে তাকে পাওয়া যাচ্ছে না বলে পরিবারের অভিযোগ। এদিকে, ওই এলাকার এক তরুণও নিখোঁজ। ছাত্রীর পরিবারের দাবি, ওই তরুণ তাঁদের মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার গড়ালবাড়ি এলাকার এ ঘটনায় আলোড়ন ছড়িয়েছে। ছাত্রীর পরিবার শুক্রবার রাতে নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করেছে। ঘটনার তদন্তে এলাকায় যায় পুলিস। দুই পরিবারের সঙ্গে কথা বলেন তদন্তকারী পুলিস অফিসার।
স্থানীয় পঞ্চায়েত সদস্য আমিনুর ইসলাম বলেন, এলাকার বছর বারোর এক স্কুলছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার সে স্কুলে গিয়েছিল। কিন্তু তারপর বাড়ি ফেরেনি। এলাকার এক তরুণও শুক্রবার থেকে বাড়িতে নেই। মেয়ের পরিবারের দাবি, ওই তরুণ ছাত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে। মেয়েটির পরিবার থানায় জানিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, বাড়ি থেকে দু’কিমি দূরে একটি স্কুলের পড়ুয়া ওই ছাত্রী। প্রতিদিনের মতো শুক্রবারও সে স্কুলে গিয়েছিল। স্কুল ছুটির পর বাড়ির দিকে তাকে ফিরতেও দেখেন এলাকার কয়েকজন। কিন্তু শেষপর্যন্ত ওই ছাত্রী বাড়ি ফেরেনি। যদিও বিষয়টি নিয়ে ওই ছাত্রীর পরিবার কিংবা নিখোঁজ তরুণের পরিবার সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চায়নি।
পুলিস সূত্রে জানা গিয়েছে, আগে জলপাইগুড়ি শহরের পাঁচ নম্বর গুমটি এলাকায় থাকত ওই তরুণের পরিবার। বছর খানেক হল গড়ালবাড়িতে এসেছে তারা। এদিন পুলিস ওই তরুণের বাড়িতে গিয়ে বয়সের প্রমাণপত্র দেখতে চায়। কিন্তু পরিবার নথি দেখাতে পারেনি।