• আত্মঘাতী বধূ
    বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, ধূপগুড়ি: স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ। এই ঘটনা নিয়ে সংসারে অশান্তির মধ্যে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার। অভিযোগ পেয়ে স্বামীকে গ্রেপ্তার করল পুলিস। প্রায় চার বছর আগে আংরাভাসার বাসিন্দা সুব্রত ওরাওঁয়ের সঙ্গে বিয়ে হয় হাসিমারার পশ্চিম সাঁতালির মঞ্জু কেরকেট্টার। তাদের আড়াই বছরের এক পুত্র সন্তানও রয়েছে। শুক্রবার বিকেলে ধূপগুড়ি থানার অন্তর্গত বানারহাটের সাকোয়াঝড়া-২ গ্রাম পঞ্চায়েতের আংরাভাসায় শ্বশুরবাড়ি থেকে সেই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের অভিযোগ, মঞ্জুর স্বামীর এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে। যা নিয়ে বারবার সালিশি সভাও বসে। মৃতার দিদি অঞ্জু কেরকেট্টা বলেন, পরকীয়া সম্পর্কে জেরে সংসারে বোনের অশান্তি হতো। বাপের বাড়ি থেকে টাকা এবং সামগ্রী আনার জন্য চাপ দেওয়া হতো। এই অত্যাচার সহ্য করতে না পেরে বোন আত্মঘাতী হতে বাধ্য হয়েছে। এদিন মৃতার পরিবারের অভিযোগ পেয়ে অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। পুলিস জানিয়েছে, ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে। দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অভিযুক্তের পরিবারের কোনও বক্তব্য  পাওয়া যায়নি।
  • Link to this news (বর্তমান)