• রান্নার গ্যাস সিলিন্ডার চুরি! উদ্ধার করে ফেরাল পুলিস
    বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বাড়ি থেকে মাঝেমধ্যেই চুরি যাচ্ছিল রান্নার গ্যাস সিলিন্ডার! কখনও সিঁড়ির নীচে রাখা সিলিন্ডার উধাও হয়ে যেত, কখনও আবার হেঁশেল থেকে গায়েব হয়ে যেত সিলিন্ডার! এনিয়ে অভিযোগও জমা পড়ত থানায়। কিন্তু কে বা কারা ওই সিলিন্ডার চুরি করছে তা বুঝে উঠতে পারছিল না পুলিস। সম্প্রতি এক যুবককে গ্রেপ্তারের পর জেরা করতেই শহরে রান্নার গ্যাস সিলিন্ডার চুরি চক্রের পর্দা ফাঁস হয়। তারপরই পুলিস ডেরায় হানা দিতেই উদ্ধার হয় একের পর এক গ্যাস সিলিন্ডার। শুক্রবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস উদ্ধার করা পাঁচটি গ্যাস সিলিন্ডার গ্রাহকদের হাতে তুলে দেয়। চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার ফিরে পেয়ে খুশি তাঁরা।


    জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড় এলাকার বাসিন্দা মিন্টুকুমার রায়ের বাড়ি থেকে গত ১৪ জানুয়ারি গ্যাস সিলিন্ডার চুরি যায়। তিনি বলেন, বাড়িতে সিঁড়ির নীচে রাখা ছিল গ্যাস সিলিন্ডার। থানায় এসে অভিযোগ জানাই। তখনই জানতে পারি, আমার মতো আরও কয়েকজনের এভাবে বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি গিয়েছে। জলপাইগুড়ির সেনপাড়া কালীতলা এলাকার বাসিন্দা শুভদীপ সেন বলেন, দেড়মাস আগে বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি গিয়েছিল।


    পুলিস সূত্রে খবর, সম্প্রতি জলপাইগুড়ির সেনপাড়া এলাকা থেকে মোবাইল চুরির অভিযোগে সাগর রায় নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি পান্ডাপাড়ায়। তাকে জেরা করেই চুরি যাওয়া গ্যাস সিলিন্ডারের হদিশ মেলে। সুপারি পাড়তে যাওয়ার নাম করে বাড়িতে ঢুকে সুযোগ বুঝে গ্যাস সিলিন্ডার নিয়ে বেপাত্তা হয়ে যেত ওই যুবক। পুলিসের দাবি, চুরির পর ডেরায় এনে জমা করা হতো ওই সিলিন্ডার। তারপর তা বেচে জোগাড় হতো ব্রাউন সুগারের নেশার টাকা।   
  • Link to this news (বর্তমান)