‘কাক কোকিল সাজার চেষ্টা করছে’ সোশ্যাল মিডিয়ায় সৌরভের পোস্টে জল্পনা
বর্তমান | ২৩ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: ‘কাক কোকিল সাজার চেষ্টা করছে, জনগণ ভণ্ডামির জবাব দেবে। জনগণকে ঠকিয়ে নেতা হওয়া যায় না।’ শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে সৌরভ চক্রবর্তীর এই পোস্ট দেখে আলিপুরদুয়ারের রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ঠিক কাকে উদ্দেশ্য করে সৌরভের এই কটাক্ষ, তার ব্যাখ্যায় তিনি যাননি। তবে রাজনৈতিক মহল মনে করছে, আলিপুরদুয়ার কলেজের নাম বিলুপ্তি হচ্ছে। বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য আলিপুরদুয়ার কলেজ নামটির যাতে বিলুপ্তি না হয় তার আর্জি জানিয়ে সুমন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছেন। মনে করা হচ্ছে এনিয়েই প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরভ বর্তমান বিধায়ক সুমন কাঞ্জিলালকে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে এই পোস্ট করে থাকতে পারেন।
যদিও সৌরভ বলেন, আমি আমার সামাজিক প্রোফাইলে ব্যক্তিগত পোস্ট করতেই পারি। ওই পোস্টে রাজনীতি খোঁজা উচিত নয়। আমি কাউকে কটাক্ষ করে ওই পোস্ট করিনি। আমিই মুখ্যমন্ত্রীকে বলে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের দাবি আদায় করেছি। আমি আলিপুরদুয়ার কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলাম। সেই সময় শিক্ষাদপ্তরের সঙ্গে চুক্তি হয়েছিল এই কলেজের পরিকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন চালু করা হবে। চুক্তিতে আলিপুরদুয়ার কলেজের তিন একর জমি বিশ্ববিদ্যালয়ের ভবনের জন্য দেওয়া হয়েছিল। ওই চুক্তিতে কোথাও বলা নেই, বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য ঐতিহ্যবাহী আলিপুরদুয়ার কলেজ নামের বিলুপ্তি হবে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সৌরভবাবু বিজেপির টিকিটে দাঁড়ানো সুমন কাঞ্জিলালের কাছে হেরে যান। ভোটে জেতার পর সুমন তৃণমূলে নাম লেখান। সামাজিক মাধ্যমে সৌরভের ওই পোস্ট নিয়ে বিধায়ক সুমন কোন মন্তব্য করতে চাননি। তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, আমি সামাজিক মাধ্যমে কারও কোনও পোস্ট নিয়ে মন্তব্য করি না। এটা আমার স্বভাববিরুদ্ধ।
এই ব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইকও সৌরভের ওই পোস্ট নিয়ে কোন মন্তব্য করতে চাননি। প্রকাশচিক বলেন, আমি কোন কিছু বলব না। ওই পোস্ট দেখিওনি।