নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে বিনামূল্যে সাধারণ ও দুঃস্থ বিচারপ্রার্থীদের আইনি পরিষেবা দেবেন রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারকরা। সম্প্রতি কলকাতার জাতীয় গ্রন্থাগারের অডিটোরিয়ামে ওয়েস্ট বেঙ্গল রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশনের ৩৭তম বার্ষিক সাধারণ সভায় একথা বলেন বিচারকরা। তাঁরা বলেন, ‘সাধারণ বিচারপ্রার্থীরা যাতে কোনওভাবে আইনি পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেকারণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’ অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের একাধিক বিচারপতি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অবসরপ্রাপ্ত প্রায় দুই শতাধিক বিচারক। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিচারক সুহাস চট্টোপাধ্যায় বার্ষিক প্রতিবেদন পেশ করে সংগঠনের কাজকর্মের ব্যাখ্যা দেন। স্বাগত ভাষণ দেন সংগঠনের সভাপতি তথা অবসরপ্রাপ্ত বিচারক বিষ্ণুপ্রিয় দাশগুপ্ত। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে অংশ নেন বিশিষ্টরা।