নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন গাড়ির বিমার জন্য নেওয়া ১৯ লক্ষ টাকা জমা না দিয়ে তা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক এজেন্টের বিরুদ্ধে। তদন্তে নেমে পার্ক স্ট্রিট থানার পুলিস ওই এজেন্টকে গ্রেপ্তার করে। ব্যাঙ্কশাল আদালত তাকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। জানা গিয়েছে, গাড়ির মালিকরা জমা দেওয়ার নথি চাইলে অভিযুক্ত যুবকটি নানাভাবে এড়িয়ে যেতেন। এক ব্যক্তির সন্দেহ হওয়ায় তিনি খোঁজ নিয়ে দেখেন তাঁর গাড়ির বিমার টাকা জমা পড়েননি। এরপরই তিনি পুলিসে অভিযোগ দায়ের করেন । তারই ভিত্তিতে তদন্তে নেমে পুলিস অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।