নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২২ বছরের এক যুবকের মৃত্যু হল জি বি সিনড্রোমে। প্রথমে ভাইরাল জ্বর এবং ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছিলেন ওই যুবক। তাঁকে ১২ ফেব্রুয়ারি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই পরীক্ষানিরীক্ষায় জি বি সিনড্রোম ধরা পড়ে। অবস্থার অবনতি হলে ১৫ ফেব্রুয়ারি আর জি কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা দেখেন, জি বি সিনড্রোমের জেরে ওই যুবকের ফুসফুসের অবস্থার রীতিমতো অবনতি হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা করেও শেষরক্ষা করা যায়নি। শুক্রবার অসুখজনিত জটিলতায় হৃদরোগে আক্রান্ত হন ওই যুবক। শেষে মারা যান।